Home> দুনিয়া
Advertisement

গভীর রাতে লন্ডনে উন্মত্ত গাড়ির তাণ্ডব

গভীর রাতে লন্ডনের রাস্তায় উন্মত্ত গাড়ির তাণ্ডব। বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিস। ফিনসবেরির সেভেন সিস্টার্স রোডের ঘটনা। এক ধর্মস্থানের কাছে ঘটনাটি ঘটে। ভারতীয় সময় ভোর পৌনে পাঁচটা নাগাদ পুলিসের কাছে জরুরি বার্তা পৌছয়। লন্ডন ব্রিজে জঙ্গি হানার স্মৃতি টাটকা থাকায় পুলিস ঝুঁকি নেয়নি।

গভীর রাতে লন্ডনে উন্মত্ত গাড়ির তাণ্ডব

ওয়েব ডেস্ক: গভীর রাতে লন্ডনের রাস্তায় উন্মত্ত গাড়ির তাণ্ডব। বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিস। ফিনসবেরির সেভেন সিস্টার্স রোডের ঘটনা। এক ধর্মস্থানের কাছে ঘটনাটি ঘটে। ভারতীয় সময় ভোর পৌনে পাঁচটা নাগাদ পুলিসের কাছে জরুরি বার্তা পৌছয়। লন্ডন ব্রিজে জঙ্গি হানার স্মৃতি টাটকা থাকায় পুলিস ঝুঁকি নেয়নি।

প্রসঙ্গত, দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না লন্ডনের। জোড়া সন্ত্রাসবাদী হামলা তারপরই বহুতলে বিধ্বংসী আগুন কার্যত ঘুম কেড়ে নিয়েছে ব্রিটিশ জনতার। তার উপর নির্বাচনের ফল ত্রিশঙ্কু হওয়ায় রাজনৈতিক ক্ষেত্রেও ডামাডোলের পরিস্থিতি। আর এর মধ্যেই গতকাল রাতে উন্মত্ত গাড়ির তাণ্ডব। (আরও পড়ুন- ত্রিশঙ্কু ফলে বুমেরাং টেরেসা মে-র সিদ্ধান্ত, সরকার গড়তে বাকিংহামের অনুমতি ভিক্ষা)

Read More