Home> দুনিয়া
Advertisement

Bangladesh: ঢাকায় ভরসন্ধেয় সাংবাদিককে খুন! তোলাবাজি নিয়ে লাইভের পর ভরা বাজারে...

Bangladesh: নিহত সাংবাদিকের নাম  আসাদুজ্জামান তুহিন।  দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। বাড়ি, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তবে কর্মসূত্রে পরিবার নিয়ে  চান্দনা চৌরাস্তা এলাকায় থাকতেন তুহিন।

Bangladesh: ঢাকায় ভরসন্ধেয় সাংবাদিককে খুন! তোলাবাজি নিয়ে লাইভের পর ভরা বাজারে...

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: তোলাবাজি নিয়ে লাইভ! বদলের বাংলাদেশে খুন হয়ে গেলেন সাংবাদিক। ভরা বাজারে তাঁকে কুপিয়ে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঢাকার গাজীপুরে।

আরও পড়ুন:  Pakistan TTP conflict: ভয়ংকর বিস্ফোরণ! তালিবানি হানায় রক্তাক্ত পাকিস্তানের মাটি, নিহত তিন পুলিস...

নিহত সাংবাদিকের নাম  আসাদুজ্জামান তুহিন।  দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। বাড়ি, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তবে কর্মসূত্রে পরিবার নিয়ে  চান্দনা চৌরাস্তা এলাকায় থাকতেন তুহিন।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়িতে তখন ৮টা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। হঠাত্‍ ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। এরপর প্রথমে ধারালো অস্ত্রের কোপ, তারপর গলা কেটে খুন! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের।

এর আগে, বিকেলে নিজের   ওয়েব পোর্টালে  চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানে তোলাবাজি নিয়ে লাইভ করে তুহিন। নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা'। গাজীপুর বাসন থানার  ওসি শাহীন খান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, খবর পেয়ে পুলিস মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন:  Asteroid's Encounter With Earth: সাবধান! ঘণ্টায় ৫১০০০ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! শুক্রবারেই সংঘর্ষ? ধ্বংস? আগুন? মৃত্যু?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More