Home> দুনিয়া
Advertisement

পাইথন কত ওজনের খাদ্য এক নিমিষে গিলতে পারে দেখুন

সম্প্রতি কিছু ছবি প্রকাশ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পাইথনের ওজন সাড়ে ১৪ কেজি। কিন্তু প্রায় ১৬ কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেলতে সক্ষম ওই পাইথন

পাইথন কত ওজনের খাদ্য এক নিমিষে গিলতে পারে দেখুন

নিজস্ব প্রতিবেদন: পাইথন এককালীন কতটা খাবার মুখে পুড়তে পারে? এই প্রশ্নের সন্ধান করতে গিয়ে সাউথওয়েস্ট ফ্লোরিডা সায়েন্স ডিপার্টমেন্টের গবেষকরা চমকে ওঠেন। পাইথনের মোট ওজনের থেকেও বেশি ওজনের খাদ্য গোগ্রাসে গিলে ফেলতে পারে। মায়ানমারের ১১ ফুটের এক মেয়ে পাইথনকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।

(ছবি সতর্কীকরণ)

আরও পড়ুন- মাঝ আকাশে পর্ন দেখে উত্তেজিত, বিমানসেবিকার সঙ্গে অসভ্যতা বাংলাদেশি যুবকের

fallbacks

সম্প্রতি কিছু ছবি প্রকাশ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পাইথনের ওজন সাড়ে ১৪ কেজি। কিন্তু প্রায় ১৬ কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেলতে সক্ষম ওই পাইথন। বিজ্ঞানীরা দেখেছেন, ১:১.১১-এই অনুপাতে সহজেই খাবার খেতে পারে পাইথন। বিজ্ঞানীদের দাবি, পাইথনের খাদ্যাভাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার অভয়ারণ্যে তত্ত্বাবধায়ক রব মোহের জানিয়েছেন, অভয়ারণ্যের বাস্তুসংস্থান ঠিক রাখার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রসঙ্গত, পাইথন তার ওজনের বেশি ছাগল কিংবা বাছুরকে ভক্ষণ করতে সক্ষম, এমন উদাহরণ আকছার দেখা গিয়েছে।

fallbacks

আরও পড়ুন- চিন থেকে নির্বাসিত অক্ষর 'এন'

আরও পড়ুন- মাথার খুলি খুলে চিকিত্সকের মনে হল এটা তো সেই রোগী নয়!

আরও পড়ুন- খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে পুরনো উল্কির

fallbacks

Read More