Home> দুনিয়া
Advertisement

যৌন নিগ্রহ করার অপরাধে ১২ বছরের কারাবাস ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সকের

ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় ক্যাস্টেল মেডোস সার্জারি হাসপাতালে সে বেশ কয়েকজন মহিলা রোগীর সঙ্গে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ।

যৌন নিগ্রহ করার অপরাধে ১২ বছরের কারাবাস ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সকের

নিজস্ব প্রতিবেদন: একাধিক মহিলাকে যৌন নিগ্রহ করার অপরাধে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিত্সককে ১২ বছরে কারাদণ্ডের সাজা শোনালো ব্রিটেনের আদালত। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত একাধিক বার বিভিন্ন মহিলাকে যৌন হেনস্তা করেছে জশবন্ত রাঠোর নামের ওই চিকিত্সক। ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় ক্যাস্টেল মেডোস সার্জারি হাসপাতালে সে বেশ কয়েকজন মহিলা রোগীর সঙ্গে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ।

আরও পড়ুন- XXX রেটের যৌনসুখ দিতে কতটা সক্ষম ট্রাম্প!

fallbacks

৬০ বছর বয়সী রাঠোর মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে চলে আসে ব্রিটেনে। উল্ভারহ্যাম্পটন ক্রাউন আদালতের বিচারক মাইকেল চ্যালিনর সাজা ঘোষণার সময় জানান, ডাক্তারির মতো সেবামূলক পেশায় থেকে মানুষের বিশ্বাসে আঘাত এনেছে রাঠোর। দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করার উপযুক্ত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। রাঠোরের বিরুদ্ধে যৌন হেনস্থার আরও ৮টি চার্জশিট রয়েছে। যদিও ওইসব অভিযোগ খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন- 'ভগত্ সিং মামলা আবার কোর্টে উঠুক'

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জশবন্ত রাঠোর। সে নিজেকে নির্দোষ বলে জানায় আদালতের কাছে।

আরও পড়ুন- পর্নস্টারের সঙ্গে মেয়ে ইভাঙ্কার তুলনা করেন ডোনাল্ড ট্রাম্প!

Read More