Home> দুনিয়া
Advertisement

Bangladesh: ভরসা সেই ভারতই! ঝাড়খণ্ডের বিদ্যুতে আলোকিত বদলের বাংলাদেশ...

Bangladesh:  'আমরা এখন আদানিকে নিয়মিত ফি দিচ্ছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি'।

Bangladesh: ভরসা সেই ভারতই! ঝাড়খণ্ডের বিদ্যুতে আলোকিত বদলের বাংলাদেশ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপাতত বকেয়া বিল কিছুটা মেটানো গিয়েছে। বাংলাদেশে ফের পুরোদস্তুর বিদ্যুত্‍ সরবরাহ শুরু করল আদানিরা। এই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

৮৫০ মিলিয়ন ডলার থেকে কমে এখন  ৮০০ মিলিয়ন ডলার। বিদ্যুত্‍ বাবদ আদানি গোষ্ঠীকে ঠিক কতটা শোধ করা হচ্ছে, তা অবশ্য জানায়নি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান  রিয়াজুল করিম বলেন,  'আমরা এখন আদানিকে নিয়মিত ফি দিচ্ছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি'। দুই সপ্তাহেরও বেশি ওপার বাংলায় বিদ্যুত্‍ সরবরাহ বাড়িয়েছে আদানি গোষ্ঠী। 

ঝাড়খণ্ডে গোড্ডা জেলায়  শুধুমাত্র বাংলাদেশে সরবরাহ করার জন্য  বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে আদানিরা। যার উত্‍পাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলেপমেন্ট কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু গত বছর গণ অভ্যুত্থানের বিদ্যুত্‍ সরবরাহ ব্যাহত হয়। বকেয়া বিলের অভিযোগে বিদ্যুত্‍ সরবরাহ কমিয়ে দেয় আদানি গোষ্ঠী। প্রায় চারমাস পর ফের পরিস্থিতি স্বাভাবিক হল।

আরও পড়ুন:  Putin to visit India: যুদ্ধের আবহেই মোদীর ডাকে সাড়া দিয়ে ভারতে আসছেন পুতিন! উপমহাদেশের সঙ্গে কোন নতুন সমীকরণে...

আরও পড়ুন:  South Korea Deadly wildfires: ভয়াবহ আগুনে পুড়ছে প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা! ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে মৃত্যু..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল).

Read More