জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংকট কাটছেনা আফগানিস্তানের। এবার বড় ঘটনা দিল্লিতে। জানা গিয়েছে দিল্লিতে আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাস ‘ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জ’-এর কারণে স্থায়ীভাবে বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লিতে তাদের কূটনৈতিক মিশন বন্ধ করার বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে, আফগান দূতাবাস বলেছে, ‘এই সিদ্ধান্তটি ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করার পরে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের সিদ্ধান্ত এই আশায় নেওয়া হয়েছিল এই আশায় যে ভারত সরকারের অবস্থান অনুকূলভাবে পরিবর্তন করতে পারবে যাতে মিশন স্বাভাবিকভাবে কাজ করে’।
দূতাবাস আরও বলেছে যে এটি 'জানে' যে কেউ কেউ এই পদক্ষেপটিকে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসাবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে সেই কূটনীতিকরা জড়িয়ে যারা তালেবানের প্রতি আনুগত্য দেখিয়েছেন এবং যোগ করেছেন যে ‘এই সিদ্ধান্ত নীতি এবং স্বার্থের বৃহত্তর পরিবর্তনের ফলাফল’। তাঁরা আরও বলেছেন, ‘ভারতে আফগান নাগরিকদের প্রতি, দূতাবাস আমাদের মিশনের সময়কালে তাদের বোঝাপড়া এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে’।
#WATCH | The Embassy of the Islamic Republic of Afghanistan announced the permanent closure of its diplomatic mission in New Delhi effective from November 23, 2023
— ANI (@ANI) November 24, 2023
(Outside visuals from the Embassy) pic.twitter.com/H2iXDm2HKq
আরও পড়ুন: China: করোনার পর এবার রহস্যজনক নিউমোনিয়ার প্রকোপ! বিশ্বজুড়ে আতঙ্ক...
আফগান দূতাবাস বিবৃতি জারি করেছে
‘সম্পদ এবং ক্ষমতার সীমাবদ্ধতা’ সত্ত্বেও, আফগান দূতাবাস বলেছে যে এটি ‘তাদের উন্নতির জন্য এবং কাবুলে একটি বৈধ সরকারের অনুপস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করেছে’।
দূতাবাস তার বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে বিগত ২ বছরে, আফগান শরণার্থী, ছাত্র এবং ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতে আফগান জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২১ সালের অগস্ট থেকে সংখ্যাটি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে খুব সীমিত সংখ্যায় নতুন ভিসা জারি করা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
Press Statement
— Afghan Embassy India (@AfghanistanInIN) November 24, 2023
24th November, 2023
The Embassy of the Islamic Republic of Afghanistan announces permanent closure in New Delhi.
The Embassy of the Islamic Republic of Afghanistan in New Delhi regrets to announce the permanent closure of its diplomatic mission in New Delhi 1/2 pic.twitter.com/VlXRSA0vZ8
তাঁরা আরও জানিয়েছে, ‘আমরা আফগান জনগণকে আশ্বস্ত করছি যে মিশনটি স্বচ্ছতা, এবং ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিবেচনা করে আফগানিস্তানের সদিচ্ছা ও স্বার্থের ভিত্তিতে ন্যায্য আচরণের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত হয়েছে’।
আরও পড়ুন: Israel-Hamas Deal: কারা সেই প্যালেস্তিনীয় বন্দি, যাঁদের মুক্তি দেবে ইজরায়েল?
ভারত তালিবান সরকারকে স্বীকৃতি দেয় না
নয়াদিল্লিতে আফগান দূতাবাস ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্ষমতাচ্যুত আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানির পূর্ববর্তী সরকার কর্তৃক নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হয়েছিল। ভারত ২০২১ সালের অগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলকরা তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দুই বছর আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে এটি কাবুল থেকে নিজস্ব কর্মীদের সরিয়ে নিয়েছিল এবং সেখানে আর ভারতের কোনও কূটনৈতিক উপস্থিতি নেই।
রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার মতে, ভারতে নিবন্ধিত প্রায় ৪০,০০০ শরণার্থীর মধ্যে আফগানরা প্রায় এক-তৃতীয়াংশ। কিন্তু সেই পরিসংখ্যানে রাষ্ট্রসংঘে নিবন্ধিত নন এমন ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে। গত বছর, ভারত আফগানিস্তানে গম, ওষুধ, COVID-19 ভ্যাকসিন এবং শীতের পোশাক সহ ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)