Home> দুনিয়া
Advertisement

Bilawal Bhutto's Threat to India: 'এভাবেই চললে যুদ্ধ ছাড়া গতি নেই', মুনীরের পর ভারতকে হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর...

Bilawal Bhutto Indus Water Treaty: সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল ভুট্টো দাবি করেন, সিন্ধু নদের জল পাকিস্তানে আসতে বাধা দিলে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর হামলা হবে।

Bilawal Bhutto's Threat to India: 'এভাবেই চললে যুদ্ধ ছাড়া গতি নেই', মুনীরের পর ভারতকে হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসিম মুনীর (sim Munir) তো ছিলেনই, এবার ভারতকে প্রায় সরাসরি যুদ্ধের হুংকার দিলেন বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। মুনীরের ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার একদিন পরই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো বললেন, অপারেশন সিঁদুর’ ও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত। এরপর সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি শুরু করলে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। 

আরও পড়ুন, Asim Munir: আসিম মুনীর আদতে স্যুট-বুট পরা ওসামা বিন লাদেন! পরমাণু যুদ্ধের নোংরা হুমকির পর নিন্দা প্রাক্তন পেন্টাগন কর্তার ...

সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো পাকিস্তানের জন্য ব্যাপক ক্ষতিকর হয়েছে। প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াব।' বিলাওয়াল আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত হানবেন। 

তিনি সতর্ক করে বলেন, যদি ভারত সিন্ধু জল চুক্তি স্থগিতই রাখে অনন্তকাল, তবে পাকিস্তানের “আর কোনও উপায়” থাকবে না যুদ্ধের কথা ভাবা ছাড়া। ভুট্টোর ভাষায়, “আপনারা (পাকিস্তানিরা) যুদ্ধ করার জন্য যথেষ্ট পারদর্শী—ছটি নদী ফেরত এটা করতে বাধ্য হব। ভারত যদি এ পথে এগোতে থাকে, তবে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ-সহ সব ধরনের বিকল্প বিবেচনা করা ছাড়া উপায় থাকবে না।”

ভুট্টো আরও বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আপনি যদি ‘সিঁদুর’-এর মতো হামলার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধ আপনি কখনোই জিততে পারবেন না। আমরা মাথা নত করব না।” বিলাওয়াল এতকিছু বলার একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর পারমাণবিক যুদ্ধের হুমকি দেন এবং সতর্ক করেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে তারা “অর্ধেক দুনিয়াকে” ধ্বংস করে দেবে।

তিনি বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।” মুনীর আরও হুঁশিয়ারি দেন যে, পাকিস্তানে জলের প্রবাহ ব্যাহত করতে পারে এমন যে কোনো অবকাঠামো ভারত যদি সিন্ধু নদীর জলপথে নির্মাণ করে, তবে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। আমরা অপেক্ষা করব ভারত যদি বাঁধ তৈরি করে, সেটা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতের বাপ-দাদার সম্পত্তি নয়।”

আরও পড়ুন, Balochistan Liberation Army: স্বাধীন বালুচিস্তানের স্বপ্নভঙ্গ! বালোচ লিবারেশন আর্মিকে 'স*ন্ত্রাসীদের সংগঠন' বলে দাগিয়ে দিলেন ট্রাম্প...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More