Home> দুনিয়া
Advertisement

ট্রাম্পের পর পাকিস্তানসহ ৫ মুসলিম দেশের ভিসা বাতিলের সিদ্ধান্ত কুয়েতের

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পর এবার কুয়েত। আজই পাকিস্তানসহ পাঁচটি দেশের (সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান) ভিসায় অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কুয়েত সরকার।

ট্রাম্পের পর পাকিস্তানসহ ৫ মুসলিম দেশের ভিসা বাতিলের সিদ্ধান্ত কুয়েতের

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পর এবার কুয়েত। আজই পাকিস্তানসহ পাঁচটি দেশের (সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান) ভিসায় অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কুয়েত সরকার।

কুয়েত সরকার এই পাঁচটি দেশের মানুষকে সেদেশে পাড়ি জমাতে নিষেধ করেছে। কারণ, সরকার মনে করছে, এই দেশগুলোর গোঁড়া মুসলিম অভিবাসীরা কুয়েতের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ, এমনটাই জানিয়েছে স্পুটনিক ইন্টারন্যাশানাল।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি বইয়ের মালিক বিল গেটস

উল্লেখ্য, গত শুক্রবার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আমেরিকার অভিবাসন নীতিতে বিরাট বদল আনেন ডোনাল্ড ট্রাম্প। সাতটি (মূলত মুসলিম প্রধান) দেশের মানুষদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে দরজা বন্ধ করার নীতি গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মার্কিন বহুজাতীক সংস্থাসহ গোটা বিশ্বেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের মাঝেই একমাত্র দেশ হিসাবে কুয়েত এমন একটা সিদ্ধান্ত ঘোষণা করল। এবার দেখুন ভিডিও-

 

আরও পড়ুন- আইসিস দমনের পরিকল্পনার জন্য পেন্টাগনকে ৩০ দিন সময়সীমা ট্রাম্পের

Read More