Home> দুনিয়া
Advertisement

Russia-Ukraine War: বাড়ছে যুদ্ধ-শরণার্থী! উদ্বিগ্ন জাতিসঙ্ঘ জানাল ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন প্রায় ৪০ লাখ মানুষ!

যাঁরা ইউক্রেন ছেড়েছেন তাঁদের ৯০ শতাংশই নারী ও শিশু। কারণ ১৮-৬০ বছর বয়সী পুরুষদের যাঁরা যুদ্ধ করতে পারবেন তাঁরা দেশ ছাড়তে পারছেন না।

Russia-Ukraine War: বাড়ছে যুদ্ধ-শরণার্থী! উদ্বিগ্ন জাতিসঙ্ঘ জানাল ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন প্রায় ৪০ লাখ মানুষ!

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধের একটা অবশ্যম্ভাবী ফলশ্রুতি হল শরণার্থী। যে কোনও যুদ্ধের সময়েই এটা ঘটে। ঘটছে চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও।

শনিবারই জাতিসঙ্ঘ জানিয়ে দিল যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৪০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলিতে। এ ছাড়া ইউক্রেনের ভিতরে প্রায় ৭০ লাখ মানুষ তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ছড়িয়ে গিয়েছেন এদিকে-ওদিকে।

যারা ইউক্রেন ছেড়েছেন তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের যারা যুদ্ধ করতে পারবেন তাঁরা দেশ ছাড়তে পারছেন না।

জাতিসঙ্ঘ শরণার্থী বিষয়ক বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR, the UN refugee agency) শুক্রবার, ১৮ মার্চ পর্যন্ত এ সংক্রান্ত যে-হিসাব পেয়েছে তাতে দেখা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউক্রেনের ৩৩ লাখ ২৮ হাজার ৬৯২ জন মানুষ দেশ ছেড়েছেন। এ ছাড়া অন্য দেশে আশ্রয়ের উদ্দেশ্যে ঘরবাড়ি ছেড়েছেন আরও ৫৮ হাজার ৩০ জন ইউক্রেনীয়।

ইউএনএইচসিআর-এর প্রধান জানিয়েছেন, 'বোমা হামলা, বিমান হামলা ও নির্বিচার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় ভীত হয়ে ইউক্রেনীয়রা দেশ ছাড়ছেন। এঁদের কাছে সাহায্য পৌঁছনো জরুরি। তবে এঁদের ভয় কাটবে একমাত্র যুদ্ধ বন্ধ হলে।'

আরও পড়ুন: Russia-Ukarine War: প্রজন্মের পর প্রজন্ম ধরে যুদ্ধের মূল্য দেবে রাশিয়া, পুতিনকে হুঁশিয়ারি জেলেনস্কির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More