জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: পাকিস্তানে পালাবদল! আসিফ আলি জ়ারদারি সরে যাচ্ছেন? প্রেসিডেন্ট পদে এবার আসিম মুনির? সম্প্রতি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন সেখানকার প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। ফের এই জল্পনা তুঙ্গে।
এবার প্রথম কিন্তু নয়। চলতি মাসে ৩ বার আসিম মুনির পাক-প্রেসিডেন্ট হওয়া জল্পনা ছড়িয়েছিল। প্রতিবারই অবশ্য সেই জল্পনা খারিজ করে দিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় মন্ত্রীরা। কিন্তু ঘটনা যে দিকে গড়াচ্ছে, তাতে জল্পনা থামছে না। গত সপ্তাহে গুজব ছড়িয়েছিল, প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারিকে সরিয়ে দেওয়া হবে। তাঁর জায়গায় বসবেন আসিম মুনির। কিন্তু খোদ পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেই জল্পনা খারিজ করে দিয়েছিলেন।
সূত্রের খবর, গতকাল মঙ্গলবার পাক প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। এরপর আবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। এরপরেই জল্পনা শুরু হয় যে, সংবিধান সংশোধনের পথে হাঁটবে পাকিস্তান। জ়ারদারির জায়গায় মুনিরকে বসানো হতে পারে বলেও মনে করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)