Home> দুনিয়া
Advertisement

Baby Jesus: শিশু যিশুর মুখে জুকারবার্গের আদল! মেটা চর্চা নেটপাড়ায়

মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অফ আর্টে রয়েছে এই মূর্তি। ট্যুইটারে অ্যারিস নামের এই ইউজার সেই ছবি ট্যুইট করে শিশু যিশুর সঙ্গে জুকারবার্গের মুখের মিলের কথা তুলে ধরেন। এই ছবি ট্যুইট করেন স্বয়ং জ্যাক ডোরসি। তিনি শুধু ক্যাপশনে 'মেটা' শব্দটি জুড়ে দিয়েছেন।

Baby Jesus: শিশু যিশুর মুখে জুকারবার্গের আদল! মেটা চর্চা নেটপাড়ায়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মহাবিশ্বে কত কী যে ঘটে চলে, তার হিসাব আর কে রাখে? এমনটা এখন আর সেঅর্থে বলা চলে না। কারণ নেটদুনিয়ায় কোনও না কোনও ভাবে অভাবনীয় সব ঘটনার হিসাব রাখে। সম্প্রতি শিশু যিশুর এক মূর্তি (Baby Jesus’s statue) এসেছে শিরোনামে। কারণ মাতা মেরির কোলে যে একরত্তি যিশুকে দেখা যাচ্ছে, তার মুখের সঙ্গে অদ্ভুত ভাবে সাদৃশ্য রয়েছে মেটা সিইও মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg)! এমনকী এই খবর জানার পর প্রাক্তন ট্যুইটার সিইও জ্যাক ডোরসিও (Jack Dorsey) প্রতিক্রিয়া জানিয়েছেন।

fallbacks

আরও পড়ুন: ধূমকেতুর আশ্চর্য চাঁদ! লুসির আবিষ্কারে অবাক নাসা, মুগ্ধ বিশ্ব...

মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অফ আর্টে রয়েছে এই মূর্তি। ট্যুইটারে অ্যারিস সেই ছবি ট্যুইট করে শিশু যিশুর সঙ্গে জুকারবার্গের মুখের মিলের কথা তুলে ধরেন। এই ছবি ট্যুইট করেন স্বয়ং জ্যাক ডোরসি। তিনি শুধু ক্যাপশনে 'মেটা' শব্দটি জুড়ে দিয়েছেন। হয়তো ডোরসির মাথাতেও জুকারবার্গের কথাই প্রথমে এসেছে। এই শিশু যিশুর মূর্তিটি তৈরি হয়েছে পলিক্রম কাঠ দিয়ে। এটি পিলগ্রিম অফ কুইটোর ছোট্ট রেপ্লিকা। লস অ্যাঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অফ আর্টে চলতি বছরের শুরুর দিকে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। এটি এখন প্রদর্শিত হচ্ছে। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই যিশুর মূর্তির সৌজন্যেই আরও বেশি করে খবরে চলে এসেছে এই সংগ্রহশালা। যদিও যিশুর নগ্ন মূর্তি দেখেও অনেকে আপত্তি জানিয়েছেন, তাঁদের মতে যিশুর মূর্তি নিয়ে এই আচরণ একেবারেই কাঙ্খিত নয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More