Home> দুনিয়া
Advertisement

Sea Nomads: জলযাযাবর! জলেই জন্ম, ঢেউয়েই জীবন, স্রোতেই মৃত্যু! কোন মন্ত্রে জলের নীচে শ্বাস নিয়ে বছরের পর বছর বেঁচে থাকে এরা?

Born In Water Living On Waves Dying At Sea: এই সম্প্রদায়ের মানুষের জীবন জল আর ঢেউয়ের সঙ্গে বাঁধা। এদের জীবনযাত্রার অদ্ভুত ধরন আর জলের সঙ্গে এই সহাবস্থানের বিষয়টি খুবই আশ্চর্যজনক। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে এঁদের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। সমুদ্রের জলস্তর বাড়ার ফলে এঁদের বাসস্থান বিপদের মুখে।

Sea Nomads: জলযাযাবর! জলেই জন্ম, ঢেউয়েই জীবন, স্রোতেই মৃত্যু! কোন মন্ত্রে জলের নীচে শ্বাস নিয়ে বছরের পর বছর বেঁচে থাকে এরা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ-পূর্ব এশিয়ার (South-East Asia) সমুদ্রের মাঝে একদল মানুষ বাস করেন, যাঁরা 'বাজাউ'  (Bajau) নামে পরিচিত। এঁদের জীবনযাত্রা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। এঁদের জীবন শুরু হয় জল থেকে, এঁদের জীবনের বেশির ভাগ সময় কাটে ঢেউয়ের সঙ্গে, আর শেষও হয় সমুদ্রে। কেন? কারণ, এই সব মানুষ ভূমিকে ভয় পায়।

আরও পড়ুন: Hoshi Takayuki: জাপানের 'বিজনেস টাইকুন' হোশি তাকায়ুকি থেকে ভারতের শিবসাধক 'বালা কুম্ভ গুরুমুনি'! আশ্চর্য অলৌকিক আধ্যাত্মিক যাত্রা...

'বাজাউ'

'বাজাউ' সম্প্রদায়ের লোকেরা হাজার বছর ধরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের উপকূলে বসবাস করছেন। এঁরা মূলত যাযাবর। নৌকা আর সমুদ্র এঁদের বাড়ি। জলের নীচেই এঁদের জগৎ। এঁরা শুধু খাবার জোগাড়ের জন্য ডাঙায় আসেন।

জলজীবনযাত্রা

নৌকাই এঁদের ঘরদোর! এই সম্প্রদায়ের মানুষজন তাঁদের নৌকাকে বলেন 'লেপা-লেপা'। এই 'লেপা-লেপা'-ই এদের ঘর। এই নৌকায় তাঁরা খাবার রান্না করেন, খান, এখানেই শোওয়া আর ঘুম-- সব। এ এক আশ্চর্য জলজীবন! বাজাউ সম্প্রদায়ের জীবন জল আর ঢেউয়ের সঙ্গে বাঁধা। এঁদের জীবনযাত্রার অদ্ভুত ধরন আর এঁদের এই জলকে ভালোবাসার বিষয়টিও খুবই ব্যতিক্রমী একটা বিষয়।

ফুসফুস-মন্তর

অবিশ্বাস্য ক্ষমতা এই 'বাজাউ'দের। সবচেয়ে বড় কথা হল, কীভাবে এঁরা জলের নীচে থাকেন? মাছ বা জলজ প্রাণী না-হয়ে এটা কী ভাবে কোনও মানুষের পক্ষে সম্ভব? জানা গিয়েছে, এই রহস্য লুকিয়ে এঁদের ফুসফুসে। এঁদের ফুসফুস সাধারণ মানুষের থেকে অনেকটা বড়। তাই এঁরা অনেকক্ষণ জলের নীচে থাকতে পারেন।

ডুবুরির মতো?

এঁরা অনেকটা ডুবুরির মতো। এঁরা ছোটবেলা থেকেই জলের নীচে থাকাটা শিখে নেন। এঁদের খাবার জোগাড়ের প্রধান উপায়ই হল ডুব দিয়ে মাছ ধরা। আসলে ভূমিকে, মাটিকে, জমিকে ভয় পায় এই বাজাউরা। এঁদের অনেকেরই ধারণা, ডাঙায় উঠলে এঁদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে।

আরও পড়ুন: Two Deadly Storms: এবার মহাসাগরের বুকে চোখ পাকাচ্ছে ভয়াল দুই ঘূর্ণিদানব! কবে, কোথায়, কখন আছড়ে পড়বে এই জোড়া দুর্যোগ?

অ-নাগরিক

আশ্চর্যের বিষয় হল, বর্তমান বিশ্বে এই সম্প্রদায়ের মানুষজন কোনো দেশেরই নাগরিক নন। এঁদের কাছে কোনো দেশেরই কোনও পরিচয়পত্র নেই। এঁরা আক্ষরিক অর্থেই যাযাবর। কিন্তু কতদিন এঁরা থাকতে পারবেন এরকম ভাবে? কেননা এঁদের ভবিষ্যৎ খুবই সংকটে। সংকট ডেকে আনছে জলবায়ু পরিবর্তন। এর ফলে এঁদের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। সমুদ্রে জলস্তর বাড়ার ফলেও এঁদের বাসস্থানও বিপদের মুখে পড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More