Home> দুনিয়া
Advertisement

Bangladesh: মাদকের রমরমা! 'ওরা বানাচ্ছেই আমাদের মারবে বলে', ভারতের ঘাড়ে দায় চাপাল ইউনূসের বাংলাদেশ...

Bangladesh:  'বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মায়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা ঢোকে'।   

Bangladesh: মাদকের রমরমা! 'ওরা বানাচ্ছেই আমাদের মারবে বলে', ভারতের ঘাড়ে দায় চাপাল ইউনূসের বাংলাদেশ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউনূসের বাংলাদেশের মাদকের বাড়বাড়ন্ত। 'বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে', বললেন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও পড়ুন:  Iran Israel War: 'কালো গর্ত', ইরানের ভয়ংকর 'অন্ধকার' কারাগারে বন্দিদের গোপনে... সরাসরি রিপোর্ট হয় খামেইনিকে!

বাংলাদেশের বেসরকারি  মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের আর্থিক সাহায্য় করছে ইউনূস সরকার। আজ, বুধবার ঢাকায় সচিবালয়ে  সরকার অনুদানে চেক প্রদান করা হল। কোথায় থেকে আসছে মাদক? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  'বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মায়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা ঢোকে'। 

স্বরাষ্ট্র উপদেষ্টার আরও বক্তব্য, দেশে দুটি বিষয় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।একটি হলো দুর্নীতি, আর একটি মাদক। এই দুটি সমস্যা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ভারত ও মায়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধ করতে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে'।

আরও পড়ুন:  Iran Israel War: 'হিট অ্যান্ড রান' এখন চলবে না, বলছে ইরান; যুদ্ধের ১২ দিন পর কার ক্ষতি কতটা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More