Home> দুনিয়া
Advertisement

Bangladesh: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশে উত্‍সব! ঢাকায় রাস্তায় জনতার ঢল...

Bangladesh: , 'গত বছর ফার্মগেটে আন্দোলনে ছিলাম। এবার এসেছি প্রিয় শিল্পীদের গান শুনতে। আশা করি, আমাদের সন্তানরা এক নিরাপদ বাংলাদেশ পাবে'।

Bangladesh: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশে উত্‍সব! ঢাকায় রাস্তায় জনতার ঢল...

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ যেন আজ এক বিশাল মিলনমেলা। 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস'র এক বছরপূর্তি উপলক্ষে সকাল থেকেই এখানে মানুষের ঢল নেমেছে। অ্যাভিনিউজুড়ে চলছে গান, স্মৃতি, হাসি আর প্রতিবাদের সম্মিলিত উচ্ছ্বাস— যেন স্বাধীনতার আরেকবার স্বাদ নেওয়া।

আরও পড়ুন: US India Trade relation: রাশিয়া'বন্ধু' ভারত! রাগে ২৫% গুঁতোর পর ২৪ ঘণ্টার মধ্যেই আবারও শুল্ক বাড়াবেন ট্রাম্প ...

আজ.মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে থেকেই বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষ আসতে শুরু করেন প্রিয় পতাকা হাতে, কেউবা শিল্পীদের গান শোনার আশায়। সবার চোখেমুখে বিজয়ের উজ্জ্বল স্মৃতি আর আগামীর স্বপ্ন। ভি়ড় সামলাতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই প্রান্তে পুলিসের ব্যারিকেড বসানো হয়েছে। খামারবাড়ি মোড় থেকে আগারগাঁও ও মিরপুরমুখী যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিকল্প পথে। সকাল থেকেই ট্রাফিক পুলিস যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত।

ঢাকার মণিপুরীপাড়ার বাসিন্দা সামিয়া আক্তার এবার এসেছেন জমজ কন্যা আয়রা ও আজোয়াকে নিয়ে। তাঁর কণ্ঠে উচ্ছ্বাস। জি ২৪ ঘন্টাকে বলেন, 'গত বছর ফার্মগেটে আন্দোলনে ছিলাম। এবার এসেছি প্রিয় শিল্পীদের গান শুনতে। আশা করি, আমাদের সন্তানরা এক নিরাপদ বাংলাদেশ পাবে'। ঢাকার বনানী থেকে স্ত্রী ও সন্তানসহ আসা ব্যবসায়ী মোমিনুর রহমানের কথায়. 'গত বছর স্বৈরাচারকে দেশ ছাড়াতে আমরা আন্দোলন করেছিলাম। আজ ৫ আগস্ট— সেই বিজয়ের প্রথম বার্ষিকী! সরকারকে বলব, জনগণের আশা পূরণে জুলাই চেতনাকে সামনে রেখে এগোতে হবে'।

দুপুর ২টার দিকে দেখা গেল, জনতার সুবিধার্থে পাঁচটি মোবাইল টয়লেট ইউনিটে ৪০টি শৌচাগার বসানো হয়েছে। বিশুদ্ধ পানির জন্য একাধিক বড় ট্যাংক রাখা হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনসহ নানা প্রতিষ্ঠান বসিয়েছে খাবারের স্টল। মূল মঞ্চ ছাড়াও অ্যাভিনিউজুড়ে বসানো হয়েছে চারটি জায়ান্ট স্ক্রিন। সংসদ ভবনের মূল গেটে চলছে লাইভ স্ক্রিন শো এবং গেম শো। সবচেয়ে বেশি ভিড় 'স্বৈরাচার শেখ হাসিনাকে দৌঁড়ানি' প্রতীকী খেলায়। হাসিমুখে মোহাম্মদ জুবায়ের বলেন, 'দুধের স্বাদ ঘোলে মিটলো। এবার হাসিনাকে ট্রেডমিলে ধাওয়া করে বেশ মজা পাচ্ছি'!

আরও পড়ুন:  Saudi Arabia Imports Sand: নিজের দেশের অনন্ত বালি ব্যবহার করতে পারে না আরব! আমদানি করে রাশি রাশি বালি...আশ্চর্য!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More