জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাশিত প্রত্যাঘাত হেনেছে ভারত। শুরু হয়েছে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে শুরু হয়েছিল পাক জঙ্গির অপারেশন। এরই প্রত্যাঘাতে ভারত গতকাল গভীর রাতে হামলা চালায় পাকিস্তানে। আর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টায় চলমান উত্তেজনা কমবে এবং শান্তি বিরাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে সংযম প্রদর্শন ও এমন কোনও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং আঞ্চলিক জনগণের স্বার্থে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।” এর আগে সোমবার চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে সরার পর থেকেই ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘নরমে গরমে’। অন্যদিকে, ৭১-এর স্মৃতি ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করছিল বাংলাদেশের ইউনূস প্রশাসন, তা একপ্রকার স্পষ্ট ছিল। ফলে পহেলগাম হামলার পর ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কড়া বার্তা দিয়েছে, সেই সময়ে বাংলাদেশের অবস্থান ঠিক কী হতে চলেছে, সেই দিকে সব নজর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)