Home> দুনিয়া
Advertisement

Bangladesh International Flight Updates: ইউনূসের বাংলাদেশে আতঙ্ক! যুদ্ধের জেরে সব উড়ান বাতিল করল ঢাকা...

Bangladesh: এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কা।

Bangladesh International Flight Updates: ইউনূসের বাংলাদেশে আতঙ্ক! যুদ্ধের জেরে সব উড়ান বাতিল করল ঢাকা...

সেলিম রেজা, ঢাকা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল! মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব জায়গায় যাওয়ার সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

fallbacks

দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে: 

সোমবার মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের যাত্রীবাহী বিমান চলাচল দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রক এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

আরও পড়ুন: Iran-Israel War: মধ্যরাতে ট্রাম্পের ঘোষণাকে তুড়ি মেরে উড়িয়ে ইসরায়েলের আকাশে ফের প্রত্যাঘাত ইরানের...

সোমবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ওপর। ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস- বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত

ফ্লাইট বাতিলের ঘোষণা: 

এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক টেলিফোনে জি ২৪ ঘন্টাকে জানান, এ অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এবিষয়ে সংশ্লিষ্ট দেশের আপডেট পাওয়া মাত্র যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। 

 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান: 

এদিকে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর একে একে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। সম্প্রতি ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন ওই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে, তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা।

fallbacks

আরও পড়ুন: Iran warns America for consequence: 'ট্রাম্প চুক্তিভঙ্গ করে নাক গলিয়েছেন, বোমা ফেলেছেন! এর পরিণাম আমেরিকাকে ভুগতে হবে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More