সেলিম রেজা, ঢাকা: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক বাংলাদেশ। হিন্দুদের উপর যেন হামলা করতে না পারে, পুলিসকে সকল ইউনিটের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ঢাকা পুলিস সদর দফতর।
আজ, বৃহস্পতিবার পুলিসের সদর দফতরের অপারেশন শাখা থেকে নির্দেশিকা সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশ পুলিসের সকল ইউনিট, জেলা, এমনকী থানাগুলিতে। চিঠিতে আইজিপির পক্ষে স্বাক্ষর করেছেন অপারেশন বিভাগের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মহম্মদ. আসাদুজ্জামান।
চিঠিতে উল্লেখ, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীরা যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেবিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্পষ্টভাবে আরও জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে হিন্দুদের জীবন ও সম্পদের ওপর কোনও দুষ্কৃতীরা যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ করার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। নজর থাকবে মোবাইল, ইন্টারনেট, ও সোশ্যাল মিডিয়ায়ও।
আরও পড়ুন: India Pakistan War: BBC যা বলেছিল, তাই কি সত্যি হবে? ২০২৫ সালেই পরমাণু যুদ্ধে ভারত-পাক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)