Home> দুনিয়া
Advertisement

Bangladeshi Visa For Pakistanis: 'ব্রাত্য' ভারত, 'বন্ধু' পাকিস্তান! ইউনূসের বাংলাদেশে সিন্ধুপারের নাগরিকরা স্বাগত...

Bangladeshi Visa For Pakistanis: ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু হয়েছে, যা দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা আরও বাড়াবে

Bangladeshi Visa For Pakistanis: 'ব্রাত্য' ভারত, 'বন্ধু' পাকিস্তান! ইউনূসের বাংলাদেশে সিন্ধুপারের নাগরিকরা স্বাগত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে বাংলাদেশের। বাণিজ্য সংক্রান্ত বেশকিছু বিষয়ে মহম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। এর মধ্য়েই পাকিস্তানের সঙ্গে তাদের ভিসা নীতি সহজ করছে বাংলাদেশ সরকার। ইউনূস সরকারের উদ্দেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো। ইতিমধ্যেই পাকিস্তান থেকে চাল-সহ বেশকিছু পণ্য আমদানি করতে শুরুও করে দিয়েছে বাংলাদেশ সরকার।

সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের সময়ে ওই ঘোষণা করেন। ইকবাল হুসেন বলেন, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ।

ইকবাল হুসেইন খান জানান, ভিসা প্রক্রিয়া যাতে আরও সহজ হয়, সেজন্য ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে অনলাইন ভিসার আবেদন কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। এর ফলে ভিসা প্রাপ্তি প্রক্রিয়া স্বচ্ছ, দ্রুত এবং গ্রাহকবান্ধব হবে।

আরও পড়ুন-৮ মে স্বর্ণমন্দিরকে টার্গেট! পর পর উড়ে আসে সশস্ত্র পাক ড্রোন! বাঁচায় ভারতের ২ 'তুরুপের তাস', কীভাবে...

আরও পড়ুন-দাদার কাছে কু-পরামর্শ নিতে দৌড়? অপারেশন সিঁদুরের জেরে তড়িঘড়ি চিন সফরে পাক বিদেশমন্ত্রী...

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে এবং এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ভিসা সহজীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর হাইকমিশনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা সহনশীলতা বাড়লে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় বৃদ্ধি পাবে।

বাংলাদেশ হাইকমিশনার আরও জানান, ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু হয়েছে, যা দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা আরও বাড়াবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More