সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩), সায়ান ইউসুফ (১৪) ও বাপ্পি (৯)।
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে ডা. শাওন বিন রহমান জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘আরও পাঁচ শিক্ষার্থী মারা গেছেন। এর মধ্যে এরিকসনের শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের ৮৫ শতাংশ, নাজিয়ার ৯০ শতাংশ, সায়ান ইউসুফের ৯৫ শতাংশ এবং বাপ্পির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ও আইসিইউতে গুরুতরভাবে আহত ৪২ জন চিকিৎসাধীন আছেন।’
প্রসঙ্গত, সোমবার দুপুর দেড়টার পর রাজধানী ঢাকার উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিলো বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হন।
দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ ফায়ার সার্ভিস। ঢাকার উত্তরাসহ আশপাশের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারকাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
উল্লেখ্য, এটি গত দেড় দশকে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ বিমানের নবম দুর্ঘটনা। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আটটি বড় দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেখানে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের এই দুর্ঘটনা অতীতের সেইসব করুণ স্মৃতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এই দুর্ঘটনা আবারও বাংলাদেশে প্রশিক্ষণ বিমানের রক্ষণাবেক্ষণ, পাইলটদের প্রশিক্ষণ পদ্ধতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন হাজির করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)