জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঠমান্ডুগ্রামী বিমানে বোমা আছে। ফোন পেয়ে চমকে উঠেছিলেন বিমানবন্দরের কর্মীরা। যে মহিলা ফোন করেছিলেন তিনি জানান, কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। ওই ফোন পেয়েই শুরু হয় যুদ্ধকালীন তত্পরতায় বিমানে তল্লাশী। কিন্তু বিমান থেকে কিছুই পাওয়া যায়নি। পরে ফোন কলের ডিটেইল ধরে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তাদের জেরা করে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের।
শুক্রবার বিমান বাংলাদেশের একটি বিমান ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ আগেই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন আসে যে ওই বিমানে বোমা রাখা আছে। ওই ফোন পাওয়ার পরই বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা টানা ৩ ঘণ্টা ধরে বিমানে তল্লাশী চালান। কিন্তু কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তার পরই শুরু হয়ে কলার খুঁজে বের করার কাজ।
আরও পড়ুন-'ইঞ্জিন বন্ধ করলে কেন...', প্রকাশ্যে আমদাবাদের অভিশপ্ত উড়ানের হাড়হিম রিপোর্ট!
আরও পড়ুন-'পাইলট ইচ্ছাকৃত...', আমদাবাদের অভিশপ্ত উড়ানের ময়নাতদন্তে অন্তর্ঘাতের হাড়হিম তথ্য!
শনিবার দুপুরে ব়্যাব এক সাংবাদিক সম্মেলনে জানায়, ওই বিমান ছিলেন এক যুবক। তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে কাঠামান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে যান তার স্ত্রী ও মা। এরপরই তারা ওই যুবককে আটকাতে মাঠে নেমে পড়েন। কোনওভাবে আটকাতে হবে হবে ছেলেকে। যুবকের মা তার এক আত্মীয়র কাছ থেকে ওই ফ্লাইটের বিস্তারিত তথ্য জোগাড় করেন। জোগাড় করেন বিমানবন্দরের ফোন নম্বর। তার পরেই তরুণের মা বিমানবন্দরে ফোন করে জানান, বিজি ৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। ওই ফোন আসার পরই বিমানবন্দরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তন্নতন্ন করে তল্লাশী করা হয় বিমানটিতে। ফোনের সূত্র ধরে ওই মহিলা-সহ আরও দুজনকে গ্রেফতার করা হয়।
ব়্যাবের তরফে বলা হয়েছে, নিজের পরিবারের সমস্যা হলেও এভাবে বিমান চলাচলে বাধার সৃষ্টি আইনত অপরাধ। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দেয়। এই ধরনের অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)