নিজস্ব প্রতিবেদন: ভুয়ো নাম ও ঠিকানা লিখে হোটেলে ওঠেন এক মহিলা এবং এক পুরুষ। সন্ধেবেলায় বহু ডাকাডাকির পরেও কোনও সাড়া পায়নি হোটেল কর্তৃপক্ষ। এরপর ঘরের দরজা ভেঙে পুলিস যা দেখল, তাতে 'স্তম্ভিত' সকলে।
জানা গিয়েছে, হোটেলের রেজিস্টারে মহিলা নিজের নাম লেখেন জুলেখা। বয়স জানান ২৩ বছর। যে যুবককে স্বামীর পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন ওই মহিলা, রেজিস্টরে তার নাম লেখা মহম্মদ মিজান, বয়স ২৭। পরে জানা যায়, মহিলার আসল বয়স ৪২ বছর। দু'জনের ঠিকানা হিসেবে লেখা ছিল গোদাগাড়ি। তবে তাও ভুয়ো বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, রবিবার সকালে ওই পুরুষটিকে নিয়ে হোটেলে ওঠেন মহিলা। ৪০৩ নম্বর রুমে ওঠেন তারা। দুপুরে পুরুষ সঙ্গী বেরিয়ে যায়। সন্ধে নামলে দেখা যায়, হোটেল রুমের দরজা বাইরে থেকে বন্ধ কিন্তু ভিতরে এসি চলছে। ডাকাডাকি করেন হোটেল কর্মীরা। কিন্তু কোনও সাড়া না পাওয়া গেলে পুলিসে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। রাত ৯টা নাগাদ পুলিস এসে ঘরের দরজা ভাঙে। দেখা যায় ঘরের মধ্য়ে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।
মহিলার রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিস। গোটা ঘটনায় বাংলাদেশের রাজশাহীর ওই হোটেলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার আঙুলের ছাপ থেকে জানা যায় যে, ভুয়ো পরিচয় দিয়ে হোটেলে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে হোটেলে ওঠা ব্যক্তিকে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করার কাজ চলছে। মহিলার মৃতদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Adult Video Watching Job: কাজ- অ্যাডাল্ট ভিডিও দেখা, বেতন- ৭৫ হাজার; জানুন আবেদনের উপায়
আরও পড়ুন: Viral News: উত্তেজনার বশে জোরে জোরে হস্তমৈথুন, 'ভয়ঙ্কর' কাণ্ড ঘটালেন যুবক