Home> দুনিয়া
Advertisement

Badhon Bangladesh Actor: 'বাংলাদেশে মুখ নয়, শুধু মুখোশ বদলেছে!' শুধু ক্ষমতার আস্ফালনে হতাশ অভিনেত্রী বললেন...

Azmeri Haque Badhon: ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য...'

Badhon Bangladesh Actor: 'বাংলাদেশে মুখ নয়, শুধু মুখোশ বদলেছে!' শুধু ক্ষমতার আস্ফালনে হতাশ অভিনেত্রী বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং রাজপথে সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

fallbacks

বাঁধন লিখেছেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

fallbacks

অভিনেত্রী আরও লিখেছেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরোনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

আরও পড়ুন:    Imran Khan auction Price 80 Lakhs: ঈদেই জবাই 'ইমরান খান'? পাকিস্তানে দাম উঠেছে ৮০ লাখ!

আরও পড়ুন:  Jewellery shop closed in Bangladesh: পুলিশি জুলুমের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব গয়নার দোকান! হচ্ছেটা কী

সবশেষে বাঁধন লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরোনো পথ ধরি তাহলে পুরোনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।’

fallbacks

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাঁধনের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More