সেলিম রেজা, ঢাকা: আদালতে দাঁড়িয়ে বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস (Apu Biswas) বিচারককে বলেন, 'আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না। আমি অভিনয় শিল্পী, অভিনয়কে ভালোবাসি। সে সময় অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে।' বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার মামলায় জামিন শুনানিকালে নায়িকা অপু বিশ্বাস ঢাকার আদালতে একথা বলেন।
আরও পড়ুন, Bangladeshi Couple News: থাকেন কল্যাণীতে, অথচ বেতন নেন বাংলাদেশের কলেজ থেকে! আজব অধ্যক্ষ...
সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা বন্ডে মামলার প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গত ২ জুন হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এরপর গত ১০ জুলাই হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন।
অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিকালে মুখে মাস্ক ও বোরখা পরে এজলাসে আসেন তিনি। অপু বিশ্বাসের পক্ষে তার আইনজীবী আব্দুল মান্নান খান জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ৷ রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।
শুনানির একপর্যায়ে আদালত অপু বিশ্বাসের বক্তব্য জানতে চান। এ সময় তিনি কোনও কথা বলবেন না বলে জানান।
তবে শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে অপু বিশ্বাস হাসতে থাকেন। এ সময় পাশ থেকে আইনজীবীরা বলেন, 'নায়িকা অপু বিশ্বাস ফ্যাসিস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত।' তখন অপু বিশ্বাস আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, 'আমি একজন অভিনেত্রী, আমি অভিনয়কে ভালোবাসি। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করতেও চাই না।'
এ সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, 'আপনি এমপি হতে চেয়েছিলেন'। তখন অপু বিশ্বাস বলেন, 'আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম। আমার একটা ছোট ছেলে আছে। নায়ক শাকিব খান আমার স্বামী।' শুনানি শেষে ঢাকার আদালত অপু বিশ্বাসের ১০ হাজার টাকা বন্ডে পুলিস প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। একই মামলায় বাংলাদেশের আরেক নায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে ঢাকায় গ্রেফতার হন। গ্রেফতারের পর সারা বাংলাদেশে আলোচনা-সমালোচনা হয়। এরপর গত ২০ মে এ মামলায় ঢাকার আদালত থেকে জামিন পান তিনি।
জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান-সহ ১৭ জন বাংলাদেশী তারকাকে। এছাড়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ওই মামলার আসামি। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)