Home> দুনিয়া
Advertisement

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ আবার একবার ভাষাশহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত বারোটা এক বাজতেই শহীদ মিনার চত্ত্বর তখন গম গম করছে একটাই আওয়াজ, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

 আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ওয়েব ডেস্ক: আজ আবার একবার ভাষাশহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত বারোটা এক বাজতেই শহীদ মিনার চত্ত্বর তখন গম গম করছে একটাই আওয়াজ, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

আরও পড়ুন বড়সড় দুর্ঘটনা হতেই পারত, হতে দিল না জার্মান ফাইটার জেট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এদেশেও। মাঝরাতে মশাল হাতে কলকাতায় মিছিল হয়। সত্যিই তো। ভাষা ছাড়া আমাদের জীবনের কী কোনও মানে হত? তাও আমাদের প্রিয় মাতৃভাষা ছাড়া? আজ শহিদদের প্রণাম জানানোর দিন। বাংলা ভাষাকে বিশ্বের মঞ্চে স্বীকৃতি আদায় করিয়ে দেওয়ার জন্য, ওঁদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

আরও পড়ুন  'আর্থিক ভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে ISIS!'

 

Read More