ওয়েব ডেস্ক: নতুন তারার জন্ম। ২০২২ সাল নাগাদ মহাকাশের সদস্য সংখ্য বাড়বে একটি নতুন নক্ষত্রের সৌজন্য, এমনটাই দাবি আমেরিকার একটি নক্ষত্র গবেষক দলের। একই কক্ষপথে থাকা দুটি নক্ষত্রের বিস্ফোরণই হবে এর কারণ।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে, এই তারাটিকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে। সৃষ্টির পরে প্রথম ছয় মাস রীতি মতো দৃশ্যমান থাকবে এই তারকা। আর তারপরেই ধীরে ধীরে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে। এখনও পর্যন্ত কোনও নামকরণ হয়নি এই 'মোস্ট এক্সপেক্টেড' তারাটির। এই নতুন তারাটিকে নিয়ে এবং তার সম্ভাব্য জন্ম বৃত্তান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষক মহলে।