Home> দুনিয়া
Advertisement

অলিম্পিকের আসরে বিস্ফোরণ

রিও দে জেনেইরোতে অলিম্পিকের আসরে বিস্ফোরণ। পুরুষদের সাইকেল রেস রোডের ফিনিশিং লাইনের কাছে ঘটেছে বিস্ফোরণটি। রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে যে রিওর এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন যে বিস্ফোরণটি মৃদু।

অলিম্পিকের আসরে বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: রিও দে জেনেইরোতে অলিম্পিকের আসরে বিস্ফোরণ। পুরুষদের সাইকেল রেস রোডের ফিনিশিং লাইনের কাছে ঘটেছে বিস্ফোরণটি। রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে যে রিওর এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন যে বিস্ফোরণটি মৃদু।

আরও পড়ুন- অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে প্রতিযোগী!

এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের ফলে কোনও হতাহতের খবর নেই। একটি পিঠে নেওয়ার ব্যাগেই বিস্ফোরকটি ছিল। জানা গেছে ওই ব্যাগটি এক গৃহহীন ব্যক্তির। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে টুইট বার্তায় জানানো হয়েছে যে ভারতীয় খেলোয়াড়েরা সকলেই নিরাপদে ও সুস্থ আছেন।

আরও পড়ুন- অলিম্পিকের শুরুতে ভারতীয় তিরন্দাজদের মিশ্র ফলাফল

Read More