সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপিই। দেশের তরুণদের একটি বড় অংশ তেমনই মত। জানা গেল সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সমীক্ষায়।
সার্ভে বলছে, তরুণরা মনে করেন, ৩৮. ৭৬ শতাংশ ভোট পাবে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামায়াত। তাদের সম্ভাব্য ভোটপ্রাপ্তি ২১.৪৫ শতাংশ। অন্য ধর্মীয় দলগুলির ৪.৫৯ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি ৩. ৭৭ শতাংশ আর অন্য দলগুলির ০.৫৭ শতাংশ ভোট পেতে পারে। আর আওয়ামী লিগ? ১৫ শতাংশের কিছু বেশি।
নাম, 'যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ'। সম্প্রতি ঢাকায় সার্ভে রিপোর্ট পেশ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। সার্ভে যাঁরা অংশ নিয়েছে, তাঁদের মধ্যে ১৫. ১ শতাংশ তরুণ ছিলেন নিরপেক্ষ। নির্দিষ্টভাবে কোনও মতামত দেননি তাঁরা। আর ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন, দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না। ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় হাজার দুয়েক তরুণ তরুণী অংশগ্রহণে ১৭ কেস স্টাডি নিয়ে এই সার্ভে করা হয়েছে।
সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যু দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে, তা জানতেই বিভিন্ন প্রশ্ন করা হয় তরুণ-তরুণীদের। ডাকাতি ও চুরির মতো ঘটনার মতো ঘটনায় উদ্বিগ্ন ৮০. ২ শতাংশ তরুণ-তরুণী। ১২. ১ শতাংশ নিরপেক্ষ এবং ৭. ৭ শতাংশ একমত নন। সরকারি পরীক্ষার সময়সূচি নিয়ে হেরফের সহমত ৩৭.৪ শতাংশ। রাজনৈতিক হিংসা ও ক্যাম্পাসে সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন ৪৬. ৭ শতাংশ। ৫৬ .২ শতাংশের মতে, জনৈতিক পক্ষপাতদুষ্ট গ্রেফতার ও মামলার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ৫৩. ৬ শতাংশ মনে করে, লিঙ্গভিত্তিক হিংসা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)