জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকার ঘিরে ক্রমশই বাড়ছে অসন্তোষ। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অসন্তোষ। এরই মাঝে এই সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে। এই সরকার যদি এভাবে চালায় আরও, আওয়ামী লীগ যা ক্ষতি করেছে, তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সে কারণ নির্বাচন অবশ্যই দরকার। বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস।
মির্জা বলেছেন, ‘যে কোনো দল আসুক, নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করি।’ এই সরকার গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থার সরকার ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘কিন্তু নয় মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি। শুধু পেয়েছি অবজ্ঞা।’মায়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ নিয়ে লাভ-লোকসান দেখার দরকার নাই। আমরা যেমন ছিলাম, তেমন থাকতে চাই।’
এই সরকার একটি উপনিবেশিক সরকার বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই দেশের নাগরিক নন। দেশে ব্যাপক তোলাবাজি হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর দোষ বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। পুলিস এসব চাঁদাবাজদের কেন ধরছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘সরকার বলছে সংস্কার করে নির্বাচন দেবে। কিন্তু গত নয় মাসে সরকার কিছুই করতে পারেনি। তারা আগামী নয় বছরেও কিছু করতে পারবে না।’সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়ে নিজ উদ্যোগে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)