Home> দুনিয়া
Advertisement

Bangladesh: বাংলাদেশে কবর খুঁড়ে তোলা হবে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের দেহ!

Bangladesh:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের পুরুষ  ও মহিলা প্রাণ হারান। যাঁদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে 'বেওয়ারিস' চিহ্নিত করে মহাম্মদপুর থানার রায়েরবাজার কবরস্থানে গণকবর দেওয়া হয়।

Bangladesh: বাংলাদেশে কবর খুঁড়ে তোলা হবে  বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের দেহ!

সেলিম রেজা, ঢাকা: কীভাবে মৃত্যু? বাংলাদেশে  বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মৃতদেহ করব থেকে তোলার নির্দেশ দিল ঢাকার আদালত। ঢাকার রায়েরবাজার কবরস্থানে গণকবর দেওয়া হয়েছিল তাঁদের।

আরও পড়ুন:  Bangladesh Pakistan Relation: ঢাকা সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী, পুরনো হিসেব বুঝে নিতে চায় বাংলাদেশ!

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিসের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় আদালত। দেহ তোলার জন্য য়ী ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি)-কে  নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলেছেন বিচারক। ঢাকার মহম্মদপুর থানার উপ-পরিদর্শক মহম্মদ মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে আবেদন করেছিলেন আদালতে।

আবেদনে উল্লেখ,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের পুরুষ  ও মহিলা প্রাণ হারান। যাঁদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে 'বেওয়ারিস' চিহ্নিত করে মহাম্মদপুর থানার রায়েরবাজার কবরস্থানে গণকবর দেওয়া হয়। আবেদনকারীর দাবি,  ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে উত্তোলন করা প্রয়োজন। পোস্টমর্টেম  ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এরপর ডিএনএ প্রোফাইলিংয়ের  মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনা শেষে ঢাকার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আরও পড়ুন:  Dhaka Agitation: জুলাই আন্দোলনের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ মোড়, পুলিস এসে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More