ওয়েব ডেস্ক: ইয়েমেন আটকা পড়া ভারতীয় নাগরিকদের আকাশপথে উদ্ধারপর্ব চলবে আগামিকাল পর্যন্ত। সেদেশে এখনও পর্যন্ত আটকে রয়েছেন ১৫০ জন নার্স। তাঁদের অনুরোধেই উদ্ধারপর্ব আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, সবুজ সঙ্কেত পাওয়া গেলে কাল ওই নার্সদের উদ্ধারে বিমান পাঠাবে ভারত।
আজ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪৫০জন ভারতীয় নাগরিককে। ইতিমধ্যেই ৭৪ জন ভারতীয়কে নিয়ে জিবুতিতে পৌছেছে নৌসেনার জাহাজ INS তার্কাশ। উদ্ধারের কাজে ইয়েমেনে রয়েছে INS সুমিত্রাও।
সব মিলিয়ে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে সাড়ে চার হাজার ভারতীয়কে। উদ্ধারকাজে ভারতের সাফল্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। ভারতীয়দের পাশাপাশি অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছে নৌসেনা। আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো ২৬টি দেশ এখন নিজেদের নাগরিকদের উদ্ধার করতে ভারতের সাহায্য চাইছে।