Home> দুনিয়া
Advertisement

Trumps Tariffs on India News: শুল্ক-গুঁতো মারার পরও ট্রাম্পের রাগ কমছে না! বললেন, ভারত-রাশিয়া নিজেদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে মরুক...

Trump on India Tariffs: এই ঘটনার পর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। সরকার জানিয়েছে, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

Trumps Tariffs on India News: শুল্ক-গুঁতো মারার পরও ট্রাম্পের রাগ কমছে না! বললেন, ভারত-রাশিয়া নিজেদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে মরুক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই ভালো, এই মন্দ! তিনি খুবই আনপ্রেডিক্টবল! কখনও তাঁকে বন্ধু মনে হয়, কখনও শত্রু, কখনও নিছক খামখেয়ালি! কেন এ কথা উঠছে? কেননা, ভারতের (India) উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariffs to India) চাপালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশাল মিডিয়া তিনি জানালেন, বন্ধু হলেও ভারতের উপর শুল্ক চাপানো হচ্ছে। আগামী ১ আগস্ট (1st August) থেকে কার্যকর হবে এই নতুন শুল্কহার। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান, ভারত রাশিয়া থেকে প্রচুর তেল এবং অস্ত্রশস্ত্র কেনে। সেই কারণেই ভারতের উপর এই শুল্ক চাপানো। বাঃ! একেবারেই ট্রাম্পোচিত একটা ব্যাপার। এবার ভারতের অর্থনীতি নিয়ে ফের কড়া মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে (Russia) একসঙ্গে নিশানা করেন। ভারতের অর্থনীতিকে 'মৃত অর্থনীতি' (Dead Economy) বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন, এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাবে, তাতে তাঁর কিছু আসে যায় না। তিনি সরাসরি লেখেন, 'এই উভয় দেশের অর্থনীতি মৃত, এবং তারা একসঙ্গে এটিকে আরও নীচে নামিয়ে আনতে পারে।'

রাশিয়া-ভারতের বাণিজ্য নিয়ে ট্রাম্পের অস্বস্তি: 

১ আগস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের এই তীব্র আক্রমণ সামনে আসে। শুধু ভারত নয়, রাশিয়ার দিকেও কটাক্ষ ছুড়ে দেন তিনি। বলেন, “আমেরিকা আর রাশিয়া প্রায় কোনও বাণিজ্য করে না, এবং সেটাই থাকা উচিত।” এরপরই যোগ করেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করে, তাতে আমার কিছু যায় আসে না।”

মেদভেদেভকে আক্রমণ, রাশিয়াকে হুঁশিয়ারি: 

রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি মন্তব্য করেছিলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আল্টিমেটাম খেলা’ খেলছেন। এই মন্তব্যের প্রত্যুত্তরে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি মেদভেদেভকে উদ্দেশ করে লেখেন, “রাশিয়ার ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ, যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট মনে করেন, তাঁর উচিত তার কথাবার্তা নিয়ে সাবধান হওয়া। কারণ তিনি একেবারে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন।”

ভারতের জবাব, শুল্কের বিরুদ্ধে দৃঢ় অবস্থান: 

এই ঘটনার পর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। সরকার জানিয়েছে, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, “ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলেছে এবং আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।”

সময়সীমা আর বাড়ছে না: ট্রাম্প

এপ্রিল মাসে শুল্ক সংক্রান্ত ঘোষণা করে ট্রাম্প ৯০ দিনের সময়সীমা দিয়েছিলেন। পরে তা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়। এবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। নিজের পোস্টে তিনি লেখেন, '১ আগস্ট আমেরিকার জন্য একটি দারুণ দিন হবে। সময়সীমা আর বাড়ানো হবে না।'

সাজা?

তবে নিছক এই হুঁশিয়ারিতেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভারতের উপর শুল্কের বোঝাও চাপিয়ে দিলেন তিনি। স্রেফ জানিয়ে দিলেন, রাশিয়া থেকে কম দামে তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে! 

বাণিজ্যচুক্তি: 

শোনা যাচ্ছিল, বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিল দিল্লি। ট্রাম্প  বলে দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে! এর অর্থ, সেটা প্রায় চূড়ান্ত! তা হলে? এখন কী হবে?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More