Home> দুনিয়া
Advertisement

চলন্ত গাড়ির সঙ্গে ঝুলে পড়লেন ব্যক্তি, তারপর যা হল দেখলে আঁতকে উঠবেন

চলন্ত গাড়ির সঙ্গে ঝুলে পড়লেন ব্যক্তি, তারপর যা হল দেখলে আঁতকে উঠবেন

ওয়েব ডেস্ক : চলন্ত গাড়ি থামিয়ে কোনওক্রমে তা নিয়ে চম্পট দেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু, বাদ সাধলেন গাড়ির চালক। গাড়ি তো থামালেনই না, উল্টে আরও জোর বাড়িয়ে দিলেন। আর তাতে যা ঘটল, সেই ভিডিও ভাইরাল হয়ে গেল মুহূর্তে।

ঘটনাস্থল আমেরিকা। সেখানকারই একটি ব্যস্ত রাস্তায় আচমকাই এক অদ্ভূত কীর্তি দেখা যায়। ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন, আচমকাই ওই রাস্তায় একটি চলন্ত গাড়ি ধরে ঝুলতে শুরু করেন এক ব্যক্তি। কিন্তু, গাড়ির গতি তো কমেইনি, উল্টে আরও বাড়িয়ে দেন চালক।

গাড়ির গতির সঙ্গে যুঝে উঠতে না পেরে আচমকাই ওই ব্যক্তি নিন্মাঙ্গের পোশাক খুলে পড়ে। ফলে, মাঝ রাস্তায় অর্ধনগ্ন হয়ে যান ওই ব্যক্তি। কিন্তু, গাড়ির চালক থামেননি। এরপর এক ভারতীয় মহিলা ওই ভিডিও শ্যুট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, আমেরিকার ওই ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এক পাঞ্জাবী মহিলাই ওই ভিডিও শ্যুট করেন। দেখুন সেই ভিডিও..

 

Read More