ওয়েব ডেস্ক: এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওটি ধরা পড়েছে চিনের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে। এক ভদ্রলোক লিফটে বোতাম টিপে দাঁড়িয়েছিলেন। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও লিফট আসছিল না। এতে ধৈর্য হারান সেই যুবক। খানিকটা পিছনে চলে আসেন। তারপর দৌড়ে গিয়ে সজোরে লাথি মারেন লিফটের দরজায়। পরক্ষণেই লিফটের দরজাটি ভেঙে যায়।
নিজের শক্তির প্রমাণ পেয়ে সম্ভবত আত্মবিশ্বাস বেড়ে যায় ওই যুবকের। এরপর সে কোনওকিছু না ভেবে ওই লিফটের কাছে এগিয়ে যান। ব্যাস আর উপর থেকে পড়ে যান। এর ফলে ওই যুবকের দুটো পা-ই ভেঙে যায়। এই ভিডিওটা দেখে আপনি অন্তত একটু সংযত হন। কখনও খুব রেগে গেলেও এমন কিছু করবেন না। তাতে বেশি ক্ষতি আপনারই হবে, এই ভিডিওটা তারই প্রমাণ।