ওয়েব ডেস্ক : ১৩ নভেম্বর, ২০১৫। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে প্যারিস। ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয় ফ্রান্সের রাজধানী। প্রাণ হারান কমপক্ষে ১৩০ জন নিরীহ মানুষ। স্টেডিয়াম থেকে রেস্তোরাঁ, জঙ্গি আক্রমণের নিশানা থেকে বাদ যায়নি কিছুই। এবার সামনে এল প্যারিসে রেস্তোরাঁয় বিস্ফোরণের ভয়াবহ CCTV ফুটেজ।
প্যারিসের কম্পটয়র ভল্টেয়ার রেস্তোরাঁ। রাত তখন ৯টা ৪০। রেস্তোরাঁয় তখন জমজমাট ভিড়। প্রতি টেবিলেই লোক বসে। এমন সময় সেখানে ঢোকে ISIS জঙ্গি ব্রাহিম আবদেসালাম। বসার জন্য একটা ফাঁকা টেবিল বেছে নেয় সে। তারপর কী হয়? দেখুন সেই CCTV ফুটেজটি-