Home> দুনিয়া
Advertisement

India Pakistan War: দীর্ঘ ৪৮ ঘণ্টা, একদিকে মোদী, অন্য দিকে শাহবাজ! বহু প্রতীক্ষিত সংঘর্ষবিরতি নিয়ে যা বললেন মার্কো রুবিও...

Ceasefire Agreed between PM Narendra Modi and Shehbaz Sharif: এসে গেল সংঘর্ষবিরতির ঘোষণা। তবে প্রাথমিক ঘোষণা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি একটি পোস্ট করে জানান, দুই দেশই সংঘর্ষবিরতিতে সম্মত। এর কিছু পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মার্কো রুবিও। কী বলেন তিনি?

India Pakistan War: দীর্ঘ ৪৮ ঘণ্টা, একদিকে মোদী, অন্য দিকে শাহবাজ! বহু প্রতীক্ষিত সংঘর্ষবিরতি নিয়ে যা বললেন মার্কো রুবিও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোনাই যাচ্ছিল পাকিস্তানের (Pakistan) উপর চাপ আসছে সারা বিশ্ব থেকে। ক্রমশ যুদ্ধ-পরিস্থিতির দিকে যাওয়া এই সংঘর্ষ যেন অচিরেই বন্ধ করা হয়। এদিকে, একদিকে যখন এইসব কথা শোনা যাচ্ছিল, তখন অন্যদিকে পরমাণুযুদ্ধের কথাও শোনা যাচ্ছিল। তবে, সব জল্পনা-কল্পনা শেষ করে দিয়ে এসে গেল সেই সংঘর্ষবিরতির (ceasefire) সুখবরই।

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

আরও পড়ুন: Baba Vanga Predictions on India Pakistan War: যুদ্ধের অত্যাশ্চর্য ফল! বাবা ভাঙ্গার সঙ্গে মিলে গেল স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণীও! ৩০ মে'র পরেই...

মার্কিন দেশ থেকে ফোন

খবর যে, প্রথম প্রক্রিয়া শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রই। মার্কিন দেশ থেকে ফোন এসেছিল পাকিস্তানে। শোনা গিয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে ফোন করে কড়া বার্তা দিয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে এই উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছেন তিনি। ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বানও জানিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ কথা জানিয়েছিলেন শনিবার সকালেই। 

 সংঘর্ষবিরতির সুখবর

আর শনিবিকেলেই এসে গেল সংঘর্ষবিরতির সুখবর। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এই নিয়ে। তিনি লেখেন, ৪৮ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে, তিনি ব্যস্ত থেকেছেন ভারত ও পাকিস্তানের আধিকারিকগণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসীম মুনির, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং অসীম মালিককে নিয়ে। মার্কো রুবিও লিখছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান দ্রুত সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তারা নিরপেক্ষ একটি জায়গায় এই নিয়ে কথা বলতেো রাজি।' তাঁর দীর্ঘ বার্তার শেষ অংশে এসে এর পর মার্কো যোগ করেন, 'আমরা প্রধানমন্ত্রী মোদী ও শরিফের বিবেচনাবোধের প্রশংসা করি। প্রশংসা করি তাঁদের বিচক্ষণতা, দেশপ্রেম এবং শান্তিকামী মনোভাবের।' 

রুবিও, ট্রাম্প

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আর শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন আমেরিকার বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন তিনি বলে খবর। সেই সময়েও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করতে প্রয়োজেনে আলোচনা জরুরি-- এই বার্তা দিয়েছিলেন মার্কো। একই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট বলেন, যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চান প্রেসিডেন্ট। তবে ভারত-পাকিস্তানের এই ইস্যুতে আমেরিকা নাক গলাবে না-- এমন কথাও এর আগে বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

সংঘাতের প্রেক্ষিত

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে  ট্যুরিস্টদের উপর হামলা চালিয়েছিল পাকিস্তান। তখনই বোঝা গিয়েছিল, পাকিস্তানের সঙ্গে সংঘাত লাগল বলে। আর সেটাই হল। তবে, ভারত স্পষ্ট করে দিয়েছে, ভারত কোনও হামলা চালায়নি, শুধু মাত্র জবাবটাই দিয়েছে। ২২ এপ্রিলের মর্মান্তিক ঘটনার পরে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনা আঘাত হানে। ভারত গুঁড়িয়ে দিয়েছিল পাকভূমির একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার ওই প্রত্যাঘাতে পাকিস্তান সেনার পরিকাঠামোয় কোনও আঘাত হানা হয়নি বলে ভারত জানিয়ে দিয়েছে। এমনকি, পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের উপরও হামলা চালায়নি ভারত।

ভারত তাদের আক্রমণের নাম দিয়েছে 'সিঁদুর'। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা প্রায় বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তে গোলাবর্ষণ করছে, মিসাইল ছুড়ছে, ড্রোন হামলা চালাচ্ছে। ভারতীয় সেনা পাকিস্তানের এই প্রত্যেকটি হামলাই প্রতিহত করেছে। এবং এর পাশাপাশি বিশ্বকে বার্তা দিয়ে ভারত জানিয়েছে, ভারতীয় সেনা কোনও হামলা করছে না। হামলার জবাব দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More