জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের বিএনপি নেতা ইশরাক হোসেন।
সোমবার,১৯ মে, সন্ধ্যায় ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীকে 'বিতর্কিত ব্যক্তি' বলে অভিহিত করেছেন।
পোস্টে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক লিখেছেন, গত শুক্রবার একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, কার হাতে পুরস্কার তুলে দিতে হবে, তা তার জানা ছিল না।
গত ১৬ মে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভিতে আয়োজন করা হয় বিফা অ্যাওয়ার্ড। সেখানে চঞ্চল চৌধুরীসহ কয়েকজন অভিনিয়শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন ইশরাক হোসেন।
সেই অনুষ্ঠানের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখান বিএনপির নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে ইশরাক ফেসবুক পোস্টে লেখেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।'
তিনি আরও বলেন, '২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি।'
প্রসঙ্গত, এইবার বিফা অ্যাওয়ার্ডসে ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা বিভাগে 'তুফান' সিনেমায় অভিনয় এবং চরকির 'লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী'তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ওটিটি) পুরস্কার জিতেছেন চঞ্চল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)