Home> দুনিয়া
Advertisement

শপিং মলে এবার ম্যানপডে স্বামীকে জমা রেখে কেনাকাটা করতে পারেন স্ত্রী!

শপিং মলে এবার ম্যানপডে স্বামীকে জমা রেখে কেনাকাটা করতে পারেন স্ত্রী!

ওয়েব ডেস্ক : মলে গেছেন। মনের সুখে উইন্ডো শপিং করতে চান। কিন্তু ব্যাগরা দিচ্ছে সঙ্গী স্বামীটি? তাড়া দিচ্ছে? ঘ্যানঘ্যান করছে? আর চিন্তা নেই। একস্ট্রা লাগেজ ওই পতিদেবতাকে জমা রেখে দিন বড়দের ক্রেশে। তারপর মনের সুখে কেনাকাটা করুন। চিনে চালু হয়েছে এই ব্যবস্থা।

আরও পড়ুন- বাসের চাকার তলায় ৮ বছরের শিশু, নাটকীয় উদ্ধার!

বউয়ের সঙ্গে শপিং করা। সে যে কি জ্বালা তা পৃথিবীর সব পুরুষই হাড়ে হাড়ে বোঝেন। বিশ্বজুড়ে সমস্যা একই। কিন্তু, সমাধানের পথ খোঁজেননি কেউই। এখানেও পথ দেখাল গণপ্রজাতান্ত্রিক চিন। সাংহাইয়ের শপিং মলে চালু হয়েছে ম্যানপড। সহজ করে বললে বড়দের ক্রেশ। আইডিয়াটি খুব সহজ। ছোট্ট ছোট্ট কিউবিকল। তাতে ভিডিও গেম সহ বহুবিধ মনোরঞ্জনের ব্যবস্থা। এখানে স্বামী বা পুরুষ সঙ্গীকে জমা রাখতে পারেন কোনও মহিলা। বড়খোকা মজে থাকবেন ভিডিও গেমে। এবং মহিলা মনের সুখে শপিং করবেন। আইডিয়াটি এমনই। যেভাবে কার পার্কিংয়ে পেমেন্ট হয়, সেভাবেই ঘণ্টা হিসেব করে টাকা গুণে দিলেই হল। তারপর স্বামীটিকে নিয়ে বাড়ি ফিরুন। না হলে জিনিসপত্র বইবে কে? স্বামীর ক্রেশ চালুর পর ইতিমধ্যেই সাংহাইয়ের সংশ্লিষ্ট শপিং মলে ভিড় বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের মহিলারাও আগ্রহ দেখাচ্ছেন। কে জানে, কদিন পরে হয়তো কলকাতাতেও দেখা যাবে এই ব্যবস্থা।

Read More