Home> দুনিয়া
Advertisement

যিশু বদলে টাঙাতে হবে শি জিনপিংঙের ছবি, হুলিয়া জারি করল চিনা সরকার

যিশু খ্রীষ্টের ছবি সরিয়ে খ্রীষ্টানদের ঘরে ঝোলাতে হবে শি জিনপিংয়ের ছবি। সম্প্রতি এমনই হুলিয়া জারি করেছে চিনের একটি প্রাদেশিক সরকার। তাইওয়ানের একটি সংবাদমাধ্যম এই খবর সম্প্রচার করেছে। 

যিশু বদলে টাঙাতে হবে শি জিনপিংঙের ছবি, হুলিয়া জারি করল চিনা সরকার

নিজস্ব প্রতিবেদন: যিশু খ্রীষ্টের ছবি সরিয়ে খ্রীষ্টানদের ঘরে ঝোলাতে হবে শি জিনপিংয়ের ছবি। সম্প্রতি এমনই হুলিয়া জারি করেছে চিনের একটি প্রাদেশিক সরকার। তাইওয়ানের একটি সংবাদমাধ্যম এই খবর সম্প্রচার করেছে। 

চিনের জিয়াংশি প্রদেশের ইউগান কাউন্টিতে প্রচুর খ্রীষ্টানের বাস। জনসংখ্যার প্রায় ১০ শতাংশ খ্রীষ্ট ধর্মাবলম্বী। এদের মধ্যে প্রায় ১১ শতাংশ দারিদ্রসীমার নীচে বাস করেন বলে তথ্য রয়েছে চিনা সরকারের কাছে। এলাকায় দারিদ্র দূরীকরণ কর্মসূচি হিসাবে প্রচুর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। তবে শর্ত একটাই, বাড়িতে যিশুর জায়গায় বসাতে হবে প্রেসিডেন্ট শি জিনপিংঙের ছবি। সঙ্গে সরিয়ে ফেলতে ক্রুশ ও বাইবেলের শ্লোকের যাবতীয় ছবি। 

আরও পড়ুন - নির্বাচনী প্রচারে বলা যাবে না 'পাপ্পু', নির্দেশিকা নির্বাচন কমিশনের

এর আগে উত্তর পশ্চিম প্রদেশে মুসলিমদের ধর্মাচরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল চিনা সরকার। শিশুদের ইসলামি নামকরণ ও বাড়িতে কোরান রাখায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। 

Read More