নিজস্ব প্রতিবেদেন : আরশোলার মুখে সিগারেট! মুখে সিগারেট নিয়েই ঘুরে বেড়াচ্ছে সেই আরশোলা। না দেখলে বিশ্বাস করবে না এমন কাণ্ড! সিগারেট হাতে বা ঠোঁটে নিয়ে অনেকেই পায়চারি করেত পছন্দ করেন। তাই বলে আরশোলা কি মানুষের সেই স্টাইল নকল করল! মুখে সিগারেট নিয়ে এদিক ওদিক ঘুরছে একখানা আরশোলা। যা দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতে অনেকে বললেন- Thug Life!
আরও পড়ুন- অভিভাবকদের আর্জিতে বাংলাদেশজুড়ে সাময়িকভাবে নিষিদ্ধ হল PUBG!
Tired: pizza rat
— Tom Kretchmar (@tkretchmar) October 18, 2019
Wired: cigarette cockroach pic.twitter.com/HPxBLkWstX
ম্যানহাটনের সাবওয়ে স্টেশনের বাইরের ঘটনা। ম্যানহোলের পাশে পড়ে ছিল সিগারেটের টুকরো। সেটাই মুখে নিয়ে ঘুরে বেড়াতে শুরু করল একটা আরশোলা। নিউ ইয়র্কের টম ক্রেচমার নামের এক ব্যক্তি সেই ঘটনা মোবাইলবন্দি করেন। তার পর সেই ভিডিয়ো তুলে দেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় সেটি। ইতিমধ্যে প্রায় ২৪ লক্ষ ইউজার সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। নিজের টুইটার প্রোফাইল থেকে টম আপলোড করেছিলেন সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখে আপনারও মনে হতে পারে যেন আরশোলা একেবারে মানুষের মতো মুখে সিগারেট নিয়ে এদিক-ওদিক ঘুরছে। তবে সেই ভিডিয়ো থেকে আরও একটি শিক্ষা আমাদের নেওয়া উচিত। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে আবর্জনা করে রাখার অভ্যেস থেকে এবার বিরত থাকার সময় এসেছে। পোড়া সিগারেটের টুকরো মুখে নিয়ে এর আগেও বিভিন্ন প্রাণীদের ঘুরতে দেখা গিয়েছে। যা একেবারেই ভাল বিজ্ঞাপন নয়।