জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিমান বিপত্তি। উড়ানের কিছুক্ষণ পরই বিমানে ইঞ্জিনে আগুন। তড়িঘড়ি ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটির। আটলান্টার উদ্দেশ্য উড়ান দিয়েছিল ডেল্টা এয়ার লাইনের বিমানটি। লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানটি জরুরি অবতরণ করা হয়।
ভাইরাল ভিডিয়ো:
ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ফ্লাইট DL446 (বোয়িং ৭৬৭-৪০০) মাঝ আকাশে থাকাকালীন বিমানের বাঁ পাশের ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে। তবে, এই ঘটনার ফলে কেউ আহত হননি এবং রানওয়েতে দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
Boeing 787 Makes Emergency Landing in - Engine ON FIRE
— RT_India (@RT_India_news) July 19, 2025
Video claims to show a Delta Airlines flight bound for Atlanta on Friday making an emergency landing at LAX. The engine reportedly caught fire shortly after take-off.
@LAFlightsLIVE https://t.co/t1HBVLDi0P pic.twitter.com/vYNgkpZJcq
অ্যাভিয়েশন A2Z জানিয়েছে, বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায়। ফ্লাইট ক্রু তখনই জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি ফিরে আনার প্রস্তুতি নেয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনতে নির্দেশনা দেয় এবং গ্রাউন্ডে জরুরি পরিষেবাগুলোকে সতর্ক করে।
Flightradar24-এর তথ্য অনুযায়ী, DL446 প্রথমে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উপরে উঠে, তারপর ডাউনি ও প্যারামাউন্ট এলাকার উপর দিয়ে ঘুরে ফিরে আসে, যাতে ক্রু সদস্যরা সব জরুরি চেকলিস্ট সম্পন্ন করে নিরাপদ অবতরণের প্রস্তুতি নিতে পারে। পুরো সময়ে বিমানটি নিয়ন্ত্রিত উচ্চতা ও গতি বজায় রাখে।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এ ঘটনাটি তদন্ত শুরু করেছে। বিমানটি প্রায় ২৫ বছর পুরোনো এবং এটি দুটি জেনারেল ইলেকট্রিক CF6 ইঞ্জিন দ্বারা চালিত।
ডেল্টা এয়ার লাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, ডেল্টা ফ্লাইট ৪৪৬, বিমানের বাম পাশের ইঞ্জিনে সমস্যার ইঙ্গিত পাওয়ার পর উড়ানের কিছুক্ষণের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)