Home> দুনিয়া
Advertisement

এক মিটারের বেশি বড় পায়ের আঙুল!

একটা পায়ের আঙুল। তার দৈর্ঘ্যই প্রায় এক মিটারের বেশি। আট কোটি বছর আগে তখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব। সেই ডায়নোসরেরই পায়ের আঙুল ছাপ মিলল বলিভিয়ায়। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ডায়নোসরের বিভিন্ন নমুনার মধ্যে এটিই সবথেকে বড়।

এক মিটারের বেশি বড় পায়ের আঙুল!

ওয়েব ডেস্ক: একটা পায়ের আঙুল। তার দৈর্ঘ্যই প্রায় এক মিটারের বেশি। আট কোটি বছর আগে তখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব। সেই ডায়নোসরেরই পায়ের আঙুল ছাপ মিলল বলিভিয়ায়। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ডায়নোসরের বিভিন্ন নমুনার মধ্যে এটিই সবথেকে বড়।

আরও পড়ুন ভয়ঙ্কর সুন্দর ভিডিও! সুউচ্চ টাওয়ারে এসে পড়ল বিদ্যুত্

শতবর্ষে পা দিল চিনের জিওলজিক্যাল মিউজিয়াম। উনিশশো ষোল সালের জুনাই মাসে নির্মিত হয় এই মিউজিয়াম। ডায়নোসরের ফসিল থেকে শুরু করে আদিম মানুষের ফসিল, পৃথিবীর সব থেকে বড় ক্রিস্টালের দেখা মিলবে এই সংগ্রহশালায়।

আতঙ্ক কাটছে না। একের পর এক সন্ত্রাস হানায় উদ্বিগ্ন ফ্রান্স। নিরাপত্তায়  ফাঁক রাখতে রাজি নয় প্রশাসন। রিভেরা শহরের বিচেও বাড়ানো হয়েছে নজরদারি। পর্যটকদের বড় ,ভারি ব্যাগ দেখলেই তল্লাসি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন দুনিয়ার সবচেয়ে ফোকাসড রিপোর্টারের খোঁজ মিলল

Read More