Home> দুনিয়া
Advertisement

Iran Israel war: Watch:'যুদ্ধবিরতি'-র তোয়াক্কা না করে ইরানে মারমুখি ইসরায়েল, ক্ষুব্ধ ট্রাম্পের ভাইরাল ভিডিয়ো

Iran Israel war: ইরানে একের পর এক আছড়ে পড়েছে মিসাইল। এখনওপর্যন্ত নিহত ৬১০

Iran Israel war: Watch:'যুদ্ধবিরতি'-র তোয়াক্কা না করে ইরানে মারমুখি ইসরায়েল, ক্ষুব্ধ ট্রাম্পের ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট একাই একশো। তিনি নিজেই গুঁতিয়ে ইরান-ইসরায়েল লড়াইয়ে ঢুকে পড়েছেন ইসরায়েলকে বাঁচাতে। দেশ থেকে বি-২ বম্বার উড়িয়ে নিয়ে এসে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে বোমা ফেলেছেন। তিনিই আবার এখন বলছেন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হয়ে গিয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়ের, আর বোমা ফেল না। এরকম করলে একটা বড় ধরনের লঙ্ঘন হবে। এখনই তোমাদের পাইলটদের ফিরিয়ে আনো।

এক্স হ্যান্ডেলে ওই মন্তব্যের পরই হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতি হয়ে গিয়েছে! ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াইয়ের সময়েও যুদ্ধ বিরতির কথা বলেছিলেন ট্রাম্প। তবে আমেরিকার সেই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েল দাবি করেছে ইরান তাদের উপরে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধে  ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রের উপরে বিমান হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা আঘাত হানে। এনিয়ে মুখ খোলে রাশিয়া ও চিন। তারপরই  ২৩ জুন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। যেখানে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। কিন্তু ইসরায়েল দাবি করে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবং এর প্রতিক্রিয়ায় নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলকে বোমা ফেলাতে নিষেধ করার পরও এক্স হ্যান্ডেলে একাধিক মন্তব্য করেছে ডেনাল্ড ট্রাম্প। এক বার্তায় তিনি বলেছেন, ইসরায়েল আর ইরানের উপরে হামলা করবে না। সব বিমান ইরান থেকে ফিরে আসুক। কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। ইরান আর তার পরমাণু কর্মসূচি চালাবে না।

আরও পড়ুন-বিজয় মিছিলে প্রাণহানি! বোমার আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর...

আরও পড়ুন-রাজ্যে রাজ্যে বিপন্ন বাঙালি! বাংলা বলায় রাজস্থানে বন্দি ইটাহারের ৩০০, ক্ষুব্ধ মমতা জানাবেন মোদীকে...

ইসরায়েলের যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ৬১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একথা বলেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৭০০ মানুষ। হোসেইন কেরমানপুর বলেন, গত ১২ দিনে আমাদের হাসপাতালগুলো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এর আগে ইরান সরকার জানিয়েছিল, এই যুদ্ধে ৪০০ জনের বেশি নিহত এবং ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন।

এর আগে, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প ব তার ট্রুথ সোশ্যালে লিখেন, ২৪ ঘণ্টার মধ্যে এ যুদ্ধ বিরতি কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে ইরান ১২তম ঘণ্টায় এবং ইসরায়েল ২৪তম ঘণ্টায় এ যুদ্ধ শেষ করবে। সবকিছু ঠিকভাবে চললে ১২ দিনের এ যুদ্ধ শেষ হবে, যাকে স্বাগত জানাবে বিশ্ব। যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তি বজায় রাখবে ও শ্রদ্ধাশীল থাকবে।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More