Home> দুনিয়া
Advertisement

Viral News: 'সিনেমার মতো যৌনতা চাই', মহিলার কথায় 'থ' পুলিস কর্মী, এরপর...

কী ঘটল এরপর?

Viral News: 'সিনেমার মতো যৌনতা চাই', মহিলার কথায় 'থ' পুলিস কর্মী, এরপর...

নিজস্ব প্রতিবেদন: মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক মহিলা। নেশাগ্রস্থ অবস্তায় যথারীতি অন্য একটি গাড়িতে ধাক্কা মারেন তিনি। গ্রেফতার করেন এক পুলিস কর্মী। এরপর সেই পুলিস কর্মীর সঙ্গে মহিলা যা করলেন, তাতে কার্যত স্তম্ভিত নেটিজেনরা।

ইস্থার মার্টিনেজ, বয়স ৩২। আমেরিকার নাসভিলের বাসিন্দা। টাকিলা খেয়ে নেশা চরমে উঠে গিয়েছিল তাঁর। সেই নেশাগ্রস্থ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনাও ঘটান। সঙ্গে সঙ্গে মহিলাকে গ্রেফতার করেন রাস্তায় কর্তব্যরত এক পুলিস কর্মী। অভিযোগ, ওই পুলিস কর্মীকে যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দেন মহিলা। 

fallbacks

অভিযোগ, ওই পুলিস কর্মীর সঙ্গে হলিউড ছবি 'Bridgerton'-এর মতো যৌনতায় লিপ্ত হতে চান ধৃত মহিলা। এমনকী নিজের স্তন এবং গোপনাঙ্গ দেখিয়ে ওই পুলিস কর্মীকে আকৃষ্ট করার চেষ্টা করেন ইস্থার মার্টিনেজ। যদিও পরে পুলিস জানতে পারে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন এবং কয়েকদিন আগেই রিহ্য়াব থেকে ছাড়া পেয়েছেন।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More