Home> দুনিয়া
Advertisement

Russia-Ukraine War: 'রাশিয়ার ভবিষ্যতে বিশ্বাস করে না বিশ্ব, তারা Ukraine-র কথা বলে", দাবি Zelensky-র

ইউক্রেন থেকে বক্তৃতা হাউস অফ কমন্স চেম্বারে (House of Commons chamber), জেলেনস্কি ব্রিটেনকে (Britain) রাশিয়ার (Russia) উপর নিষেধাজ্ঞা বাড়াতে এবং রাশিয়াকে "সন্ত্রাসবাদী দেশ" হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

Russia-Ukraine War: 'রাশিয়ার ভবিষ্যতে বিশ্বাস করে না বিশ্ব, তারা Ukraine-র কথা বলে

নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের (Ukraine) রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) বলেছেন যে বিশ্ব রাশিয়ার (Russia) ভবিষ্যতে বিশ্বাস করে না। তারা যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনরুদ্ধারকে সমর্থন করতে প্রস্তুত।

বুধবার ভোরে জেলেনস্কি বলেন, "বিশ্ব রাশিয়ার ভবিষ্যতে বিশ্বাস করে না, এটি নিয়ে কথা বলে না। তারা আমাদের সম্পর্কে কথা বলে, তারা আমাদের সাহায্য করছে, তারা যুদ্ধের পরে আমাদের পুনরুদ্ধারকে সমর্থন করতে প্রস্তুত।"

তিনি আরও বলেন,"একটি জাতির যারা এত বীরত্বের সঙ্গে নিজেকে রক্ষা করছে তাদের অবশ্যই একটি ভবিষ্যত আছে।"

এর আগে মঙ্গলবার, ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টে (British parliament) ভিডিওর মাধ্যমে উপস্থিত হন। জেলেনস্কি ব্রিটিশ যুদ্ধকালীন নেতা উইনস্টন চার্চিলকে (Winston Churchil) মনে করিয়ে দেন যখন তিনি ইউকে পার্লামেন্টে বলেন যে তার দেশ ইউক্রেনের শহর, মাঠ এবং নদীতীরে সব জায়গায় শেষ পর্যন্ত রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করবে।

মঙ্গলবার এক বক্তৃতায় জেলেনস্কি ব্রিটিশ সাংসদদের বলেন, "আমরা হাল ছাড়ব না এবং আমরা হারব না।"

আরও পড়ুন: Russia-Ukraine War: 'NATO যুদ্ধ করবে না Russia-র সঙ্গে, জোটে যোগ দিতে চাই না', দাবি Zalensky-র

ইউক্রেন থেকে বক্তৃতা হাউস অফ কমন্স চেম্বারে (House of Commons chamber), জেলেনস্কি ব্রিটেনকে (Britain) রাশিয়ার (Russia) উপর নিষেধাজ্ঞা বাড়াতে এবং রাশিয়াকে "সন্ত্রাসবাদী দেশ" হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার প্রথম কোনও বিদেশী নেতাকে হাউস অফ কমন্সে বক্তৃতা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। হাউস অফ কমন্সে স্ক্রীন এবং একই সঙ্গে অনুবাদের হেডসেট রাখা হয়েছিল যাতে সাংসদরা তাকে দেখতে পান এবং তার কথা বুঝতে পারেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More