Home> দুনিয়া
Advertisement

Earth Leaking Gold: দুনিয়া বিভিন্ন জায়গায় এবার মিলবে হলুদ ধাতু! পৃথিবীর কেন্দ্র থেকে চুঁইয়ে বেরিয়ে আসছে সোনা

Earth Leaking Gold: বিজ্ঞানীরা গবেষণা করে এমনটাই বলছেন। আইসটোপিক অ্যানালিসিস টেকনিক ব্যবহার করে তারা হাওয়াইয়ের পাথরের মধ্যে দেখতে পেয়েছেন উচ্চ মাত্রার রুথেনিয়াম আইসোটোপ

Earth Leaking Gold: দুনিয়া বিভিন্ন জায়গায় এবার মিলবে হলুদ ধাতু! পৃথিবীর কেন্দ্র থেকে চুঁইয়ে বেরিয়ে আসছে সোনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর একেবারে কেন্দ্রে ফুটছে গলিত ধাতু, পাথর। আমাদের পায়ের তলার মাটি থেকে ৩ হাজার কিলোমিটার গভীর থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে গলিত সোনা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত বস্তু আর নাগালের বাইরে নয়। সেখান থেকে বেরিয়ে আসছে গলিত অবস্থায় বহু মূল্যবান ধাতু। তার মধ্যে রয়েছে সোনাও। আগ্নেয়গিরির অগ্নি উত্পাতের মাধ্যমে বেরিয়ে আসছে সোনা।

গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি গবেষণা করে এমনটাই বলছেন। হাওয়াই দ্বীপপুঞ্জের পাথর পরীক্ষা করে এমনটাই বলছেন তাঁরা। উন্ন্ত ধরনের আইসটোপিক অ্যানালিসিস টেকনিক ব্যবহার করে তারা হাওয়াইয়ের পাথরের মধ্যে দেখতে পেয়েছেন উচ্চ মাত্রার রুথেনিয়াম আইসোটোপ। এই আইসোটাপটি বেশিমাত্রায় থাকে পৃথিবীর কেন্দ্র। এটাই পাওয়া গিয়েছে হাওয়াইয়ের আগ্নেয়গিরির লাভার মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্মিক ড. নিলস মেসলিং বলছেন, যখন পরীক্ষার প্রথম ফলটা পেয়েছিলাম। তখন মনে হয়েছিল আমাদের হাতে চলে এসেছে সোনা। আমাদের ডেটা থেকে আমরা এখন বুঝতে পারছি যে পূথিবীর কেন্দ্র থেকে সোনা লিক করে ভূপৃ্ষ্ঠের উপরে উঠে আসছে।

আরও পড়ুন-পাইলট থেকে অভিনেতা, বলিউডে রাজনীতির শিকার! বাবা-মাকে হারিয়ে অবশেষে...

আরও পড়ুন-৯০ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'শক্তি'! কবে-কখন-কোথায় ল্যান্ডফল?

বিজ্ঞানীদের বক্তব্য, পৃথিবীর কেন্দ্র তৈরি হয়েছিল ৪.৫ বিলিয়ন বছর আগে। সেটি তৈরি হয়েছিল পৃথিবীতে যে পরিমাণ সোনা রয়েছে তার ৯৯ শতাংশেরও বেশি সোনা দিয়ে। ওইসব তরল ধাতু বর্তমানে রয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩ হাজার কিলোমিটার গভীরে।

ওই সমীক্ষায় অংশগ্রহণকারী গবেষক ম্যাথিয়াস উইলবোল্ট বলেন, হাওয়াই দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে পৃথিবীর মধ্যেকার ওইসব গলিত ধাতু আর পাথর দিয়ে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More