Home> দুনিয়া
Advertisement

জাপানে ভূমিকম্প, কেঁপে উঠল টোকিও-র গগণচুম্বি অট্টালিকা

ভূমিকম্পপ্রবণ দেশ জাপান ফের কেঁপে উঠল। রাজধানী টোকিও-র দক্ষিণে এই কম্পন তীব্রভাবে অনুভব হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এই কম্পনের পর আফটার শকও অনুভত হয়। গত শুক্রবারও জাপানে মধ্যমাপের কম্পন হয়েছিল।

জাপানে ভূমিকম্প, কেঁপে উঠল টোকিও-র গগণচুম্বি অট্টালিকা

ওয়েব ডেস্ক: ভূমিকম্পপ্রবণ দেশ জাপান ফের কেঁপে উঠল। রাজধানী টোকিও-র দক্ষিণে এই কম্পন তীব্রভাবে অনুভব হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এই কম্পনের পর আফটার শকও অনুভত হয়। গত শুক্রবারও জাপানে মধ্যমাপের কম্পন হয়েছিল।

আরও পড়ুন- এ এক অন্য বেড়ালের গল্প!

আজ টোকিও-য় ভূমিকম্পের জেরে বেশ বড় কয়েকটি বিল্ডিং কেঁপে ওঠে। ভূমিকম্প গা সওয়া হলেও টোকিও মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। প্রশাসনের তরফ থেকে মানুষের কাছে আবেদন করা হয় স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার।

চলতি বছরেই এপ্রিলে ভূমিকম্পে জাপানে ১০ জনের মৃত্যু হয়। ২০১১ সালে জাপানে প্রায় ১৬ হাজার মানুষ মারা যান।

 

Read More