Home> দুনিয়া
Advertisement

Earthquake: ভয়ংকর! মধ্যরাতে কেঁপে উঠল মাটি, উত্তাল হল সমুদ্র, সুনামির আতঙ্কে দিশেহারা মানুষজন...

Earthquake: গত সপ্তাহে দেশটির উত্তর সুলাওয়েসি প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে  

Earthquake: ভয়ংকর! মধ্যরাতে কেঁপে উঠল মাটি, উত্তাল হল সমুদ্র, সুনামির আতঙ্কে দিশেহারা মানুষজন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একাংশ। গভীর রাতে দেশের কেঁপে উঠল পূর্বাঞ্চলের মালুক প্রদেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। এমনটাই জানিয়েছে দেশের জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-স্টেডিয়ামের পর এবার নয়া পদক্ষেপ, বদলে গেল বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম...

স্থানীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক আধিকারিক স্যান্ডি লুহুলিমা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ফলে কোনো গুরুতর প্রভাব পড়েনি। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

এই অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।  ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মুখে পড়ে। এর আগে এরকম ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে প্রবলভাবে।

গত সপ্তাহে দেশটির উত্তর সুলাওয়েসি প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০০৯ সালে দেশটির পাদাংয়ে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই সময় প্রাকৃতিক এই দুর্যোগে এক হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও অনেকে। এছাড়া ভূমিকম্পে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনাও ধ্বংস হয়ে যায়। তারও আগে ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ভূমিকম্প ও সুনামির কারণে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More