ওয়েব ডেস্ক: শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এই সব দেশগুলিতে ঈদ উদযাপনের ব্যাপক উত্সাহ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল, রবিবার রাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডন, প্যালেস্তাইন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।
সাধারণত সৌদি আরবের একদিন পর ভারতে ঈদ উদযাপিত হয়।
গত ২৯ জুন রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে রোজা রাখা শুরু হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর ও জর্ডনের মুসলিমরা ২৯ জুনই রোজা রাখা শুরু করেছিলেন।