জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপে এবার সময়ের আগেই শুরু হয়েছে তাপপ্রবাহ (Punishing Heat Wave in Europe)। এরই মধ্যে আবার তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। সোমবার দাবানলের জন্য তুরস্কে ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ভয়ানক গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে সতর্কতা জারি করা হয়েছে। মোটামুটি সহনীয় আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডসেও আগামী দিনে উচ্চ তাপমাত্রার (Hottest Weather) সতর্কতা জারি হয়েছে। সঙ্গে উচ্চমাত্রার আর্দ্রতাও থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অস্বাভাবিক
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলেছে, পশ্চিম ইউরোপের বড় অংশে প্রচণ্ড গরম পড়েছে এবং সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে। জুনে এমন আবহাওয়া সাধারণত হয় না। জুনের চেয়ে বরং জুলাই ও আগস্ট মাসেই এই ধরনের আবহাওয়া বেশি দেখা যায়। ফলে, এই ধরনের আবহাওয়ায় খুবই অবাক স্থানীয়রা। বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও বেশি রেকর্ড করা হয়েছে!
দাবানল
ওদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলে টানা দ্বিতীয় দিন জ্বলছে দাবানল। তুরস্কের বনমন্ত্রী জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়েছে। তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, পাঁচটি অঞ্চল থেকে অন্তত ৫০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে তুরস্কের উপকূলীয় এলাকাগুলিতে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুতে যে পরিবর্তন এসেছে, তার জেরেই এসব অঞ্চলে গ্রীষ্মকাল এত বেশি তীব্র হয়ে উঠছে।
ফ্রান্সে ৪০ ডিগ্রি
ওদিকে ভয়ংকর অবস্থা ফ্রান্সে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবারই ছড়ায় দাবানল। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে! প্রায় ৪০০ হেক্টর বনভূমি ইতিমধ্যেই পুড়ে গিয়েছে! আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফরাসি আবহাওয়া বিভাগ ১০১টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
স্পেনে ৪৩.৭ ডিগ্রি!
এদিকে স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্পেনে গত জুনে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার সেখানে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সের এল গ্রানাডো এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস!
ইতালি-জার্মানি
ভয়ংকর পরিস্থিতি ইতালিতে। ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। জার্মানিতে নাগরিকদের জলের ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, বছরে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ প্রচণ্ড গরমে প্রাণ হারান বিশ্বে, যা বন্যা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের সম্মিলিত মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)