জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েলে যুদ্ধে(Iran Israel War) এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা(America)। ইরানে তিনটি পরমাণু কেন্দ্র ফোরদো, নাতানজ ও ইসফাহানে এয়ার স্ট্রাইক করেছে মার্কিনবাহিনী। হামলার খবর নিশ্চিতে করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(President Donald Trump)।
ট্রাম্পের হামলার পালটা হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি সতর্ক বার্তা খামেইনির। রবিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, আমেরিকার হামলার পর প্রত্যেক মার্কিন নাগরিক ও সেনা সদস্য ইরানের টার্গেট।
সোশ্য়াল মিডিয়ায় এক ইরানি সংবাদ উপস্থাপককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ইরানের উপর হামলা করে যে সংঘাত ট্রাম্প শুরু করেছেন, তা শেষ করবে ইরান। ইরানের আর হুংকার যে, 'আমেরিকা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে অপরাধ করেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের কোনও জায়গা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি এই সংঘাত শুরু করেছেন সেটা আমরা শুরু করব।'
আরও বলা হয় যে, 'যুদ্ধ তো সবে শুরু হয়েছে মি. ট্রাম্প! আর আপনি এখনই শান্তির কথা বলছেন। আমরা এমনভাবে জবাব দেব, যাতে আপনি বুঝতে পারেন এই হামলার ফলাফল কী হতে পারে।'
শনিবার মার্কিনবাহিনী ইরানের প্রধান তিনটি পরমাণু কেন্দ্রে হামলা করে। তারপরেই ইরান একের পর এক হুঁশিয়ারি দিতে থাকে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি শান্তির পথে না আসে, তবে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।
অন্যদিকে, ট্রাম্পের হামলার পর ইসরায়েলে পালটা হামলা চালায় তেহরান। দুই দফায় তেল আভিব এবং হাইফাতে ২৭ টি ক্ষেপনাস্ত্র ছোঁড়ে ইরান। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, এই হামলার জেরে গোটা ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)